Advertisement
Advertisement
Suvendu Adhikari

নির্বাচনী প্রচারে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলার পথে TMC বিধায়ক

পাত্তা দিতে নারাজ বিজেপি।

TMC MLA to file defamation case against Suvendu Adhikari | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 15, 2023 8:37 pm
  • Updated:February 15, 2023 8:40 pm

শাহজাদ হোসেন, ফরাক্কা: ভোটের প্রচারে এসে ‘মিথ্যে তথ্য’ দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন তৃণমূল বিধায়ক। কানাইচন্দ্র মণ্ডল মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। 

মঙ্গলবার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী দিলীপ সাহার সমর্থনে মনিগ্রামে প্রচার করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে অভিযোগ করেন, তিনি (শুভেন্দু) যখন তৃণমূলে ছিলেন সেই সময় নবগ্রামের প্রাক্তন বাম বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল নগদ ৫০ লক্ষ টাকা এবং একটি স্করপিও গাড়ির বিনিময়ে দলত্যাগ করে জোড়াফুল শিবিরে যোগদান করেন। বিরোধী দলনেতার এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যে’ বলে দাবি করলেন তৃণমূল বিধায়ক।

Advertisement

[আরও পড়ুন: এবার লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় ষাটোর্ধ্ব মহিলারাও, মাসে পাবেন ১ হাজার টাকা, রাজ্য বাজেটে বড় ঘোষণা]

বুধবার সাংবাদিক সম্মেলন করে কানাইচন্দ্র মণ্ডল দাবি করেন”শুভেন্দু অধিকারী একজন মিথ্যাবাদী এবং তোলাবাজ। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পর থেকে উনি ভুলভাল বকছেন। রাজ্যের মানুষ এক সময় ওঁকে নারদ কাণ্ডে হাতে করে টাকা নিতে দেখেছে। কিন্তু ইডি বা সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত করেনি। এখন সেই তোলাবাজ নেতা আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। উনি (পড়ুন শুভেন্দু অধিকারী) কত টাকার বিনিময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন?” তাঁর আরও সংযোজন, ” আমার গাড়ি নিয়ে শুভেন্দু অধিকারী যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যে। ওই গাড়ি আমার স্ত্রীর নামে কেনা। একটি বেসরকারি লোন প্রদানকারী সংস্থাকে ৫৯টি কিস্তিতে আমি সেই গাড়ির টাকা শোধ করেছি।” এরপরই ৩ দিনের মধ্যে ক্ষমা না চাইলে তিনি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন।

গোটা ঘটনা প্রসঙ্গে বিজেপির মুর্শিদাবাদ (উত্তর) সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন ,”শুভেন্দু অধিকারী গতকাল বক্তব্য রাখার সময়ই বলেছিলেন সত্যি কথা বলার জন্য কানাইচন্দ্র মণ্ডল তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে পারেন। আসলে কানাইবাবু জানেন শুভেন্দু অধিকারী আসল সত্যিটা মানুষকে বলে দিয়েছেন। এখন সাংবাদিক সম্মলেন করে কানাইবাবু ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন। এতে কোনও কাজ হবে না।”

[আরও পড়ুন: প্রথম বছরে ব্যাপক সাড়া, জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ আরও বাড়াল রাজ্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement