Advertisement
Advertisement

Breaking News

Nadia

নদিয়ায় চরমে তৃণমূল বিধায়ক ও নেত্রীর কোন্দল, অশান্তিতে ‘ভণ্ডুল’ ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা

পুলিশের দ্বারস্থ দুই পক্ষই।

TMC MLA Tapas Saha Slams leader Tina Bhowmik saha | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 16, 2023 8:28 pm
  • Updated:July 16, 2023 8:30 pm  

রমণী বিশ্বাস, তেহট্ট: এবার ২১ জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে এবার নদিয়ায় (Nadia) চরমে তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তি। বিধায়ক তাপস সাহাকে ঘিরে বিক্ষোভে একদল। পালটা জেলা বঙ্গ জননীর সভানেত্রীকে আক্রমণ বিধায়কের।

সামনেই ২১ জুলাই। এবার ওইদিনে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে তেহট্ট শ্রীদাম চন্দ্র বালিকা বিদ্যালয়ে এ নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন বিধায়ক তাপস সাহা, নদিয়া জেলা বঙ্গ জননীর সভানেত্রী টিনা ভৌমিক সাহা-সহ অন্যান্যরা। টিনা ভৌমিকের অভিযোগ, তাপস সাহা পঞ্চায়েত ভোটে জেতা তৃণমূল প্রার্থীদের পরিবর্তে অন্যদের গুরুত্ব দিচ্ছিলেন। তাঁদের সভামঞ্চে জায়গা করে দিচ্ছিলেন। যা মোটেও ভালভবে নেননি দলের কর্মীরা। এরপরই অশান্তি শুরু হয় স্কুল চত্বরে। ক্ষোভে ফেটে পড়েন দুই গোষ্ঠীর সদস্যরাই।

Advertisement

[আরও পড়ুন: ‘বিচারপতিই রাজনীতির সুযোগ করে দিচ্ছেন’, অভিষেকের পাশে অপরূপা, তোপ সৌমিত্রকে]

যদিও পালটা টিনাদেবীকে আক্রমণ করেছেন বিধায়ক। তাঁর বিরুদ্ধে ভোটের টিকিটে কারচুপির অভিযোগও করেছেন। সব মিলিয়ে এদিন ফের অশান্তিতে জড়ালেন বিধায়ক ও টিনা ভৌমিক। থানার দ্বারস্থ দুই পক্ষই।

[আরও পড়ুন: পার্বতী বাউলের আঁকা প্রতিমার আদলে প্রাণ পাবে দুর্গা, বিশেষ চমক কলকাতার এই পুজোয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement