রমণী বিশ্বাস, তেহট্ট: এবার ২১ জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে এবার নদিয়ায় (Nadia) চরমে তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তি। বিধায়ক তাপস সাহাকে ঘিরে বিক্ষোভে একদল। পালটা জেলা বঙ্গ জননীর সভানেত্রীকে আক্রমণ বিধায়কের।
সামনেই ২১ জুলাই। এবার ওইদিনে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে তেহট্ট শ্রীদাম চন্দ্র বালিকা বিদ্যালয়ে এ নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন বিধায়ক তাপস সাহা, নদিয়া জেলা বঙ্গ জননীর সভানেত্রী টিনা ভৌমিক সাহা-সহ অন্যান্যরা। টিনা ভৌমিকের অভিযোগ, তাপস সাহা পঞ্চায়েত ভোটে জেতা তৃণমূল প্রার্থীদের পরিবর্তে অন্যদের গুরুত্ব দিচ্ছিলেন। তাঁদের সভামঞ্চে জায়গা করে দিচ্ছিলেন। যা মোটেও ভালভবে নেননি দলের কর্মীরা। এরপরই অশান্তি শুরু হয় স্কুল চত্বরে। ক্ষোভে ফেটে পড়েন দুই গোষ্ঠীর সদস্যরাই।
যদিও পালটা টিনাদেবীকে আক্রমণ করেছেন বিধায়ক। তাঁর বিরুদ্ধে ভোটের টিকিটে কারচুপির অভিযোগও করেছেন। সব মিলিয়ে এদিন ফের অশান্তিতে জড়ালেন বিধায়ক ও টিনা ভৌমিক। থানার দ্বারস্থ দুই পক্ষই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.