নন্দন দত্ত, বীরভূম: ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। শৌচাগারের দাবিতে সরব হলেন স্থানীয় মহিলারা। পরে সাংসদ সমস্যা সমাধানের আশ্বাস দিলে ওঠে বিক্ষোভ।
পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি চালু করেছে তৃণমূল। কর্মসূচির অংশ হিসেবে ‘দিদির দূত’ হিসেবে জনপ্রতিনিধিরা যাচ্ছেন এলাকার বাসিন্দাদের বাড়িতে। শুনছেন তাঁদের সমস্যা। করছেন সমাধান। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার বীরভূমের (Birbhum) মহম্মদবাজারের মকদমপুরে যান সাংসদ শতাব্দী রায়। তিনি এলাকায় প্রবেশ করতেই পথ আটকান মহিলারা। জানান, শৌচাগার পাননি তাঁর। সেই সঙ্গে তুলে ধরেন প্রবল জলের সমস্যার কথাও। তা নিয়ে দীর্ঘক্ষণ চলে অশান্তি। যদিও পরবর্তীতে সাংসদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে সাংসদ শতাব্দী রায় বলেন, “অভিযোগ পেলাম, অনেকেই দাবি করলেন নির্মল বাংলা মিশনে শৌচালয় পাননি। বিষয়টা খতিয়ে দেখা হবে।” পানীয় জলের সমস্যা প্রসঙ্গে শতাব্দী বলেন, “পানীয় জলের লাইন গিয়েছে। তবে অনেক জায়গায় জল পৌঁছয়নি। তবে দ্রুতই সেটাও হয়ে যাবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.