অর্ণব দাস, বারাকপুর: দলমত ভিন্ন। তা সত্ত্বেও বিরোধী দলের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে তৃণমূলের তারকা বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। আচমকা কেন দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতার বাড়িতে গেলেন তৃণমূল বিধায়ক, তা নিয়ে দানা বেঁধেছে জল্পনা। রাজনৈতিক কারণ নাকি অন্য কিছু, চলছে জোর আলোচনা।
শুক্রবার রাতে দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতার বাড়িতে যান রাজ। বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের। কী কারণে প্রাক্তন সিপিএম সাংসদের বাড়িতে গেলেন তারকা বিধায়ক, তা স্পষ্ট নয়। রাজের দাবি, এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই। রাজ আরও বলেন, “তড়িৎবাবুর গল্প অন্যদের মুখে শুনি। এদিন তাঁর মুখে বারাকপুরের ইতিহাস, গল্প শুনলাম।”
যদিও তড়িৎ তোপদারের ছেলে নীলাদ্রি তোপদার জানান, রাজ চক্রবর্তী বাবার উপর একটি তথ্যচিত্র বানাতে চান। সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। বারাকপুরের ইতিহাস নিয়েও আলোচনা হয়েছে তাঁদের। তবে দুপক্ষের বক্তব্য সত্ত্বেও জল্পনার শেষ নেই। নীলাদ্রি তোপদারের দাবি সত্যি হলে তা কেন স্বীকার করলেন না রাজ, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তথ্যচিত্র বানানোর কথা কেন স্পষ্টভাবে স্বীকার করলেন না তারকা বিধায়ক, প্রশ্ন উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.