দেবব্রত মণ্ডল, বারুইপুর: ‘দিদির দূত’দের ঘিরে বিক্ষোভের মাঝে অন্য চিত্র দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে (Basanti)। শুক্রবার বাসন্তীর তৃণমূল বিধায়ক গিয়েছিলেন জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ‘দিদির সুরক্ষা কবচ’ প্রচারের জন্য সেখানে গিয়ে গ্রামের মানুষের সঙ্গে খেতে গিয়ে হাত লাগালেন কৃষিকাজে। রীতিমতো হাঁটুজলে নেমে রোপন করলেন ধানের চারা। তাতে আপ্লুত কৃষকরা। অন্যান্য জায়গায় সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনতে গিয়ে ‘দিদির দূত’দের (Didir Doot) বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। সেই পরিস্থিতিতে বাসন্তীর বিধায়ক আমজনতার কাজে হাত লাগিয়ে যেন বুঝিয়ে দিলেন, তিনি প্রকৃত জনপ্রতিনিধি।
শুক্রবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে বোঝাতে শঙ্কর মণ্ডল নামে এক কৃষকের খেতে গিয়েছিলেন বিধায়ক (TMC MLA) শ্যামল মণ্ডল। সেখানে তিনি জানতে পারেব, সারের মূল্য বৃদ্ধি, বীজ-সহ চাষের অন্যান্য জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে কৃষকরা মরনাপন্ন। ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এসবের পিছনে কেন্দ্রের সরকারকে দায়ী করছেন কৃষকরা। তাঁদের এমন দুঃখ-দুর্দশার কথা শুনেই ধৈর্য হারিয়ে ফেলেন বিধায়ক শ্যামল মণ্ডল। তিনি তড়িঘড়ি ওই কৃষকের ধানজমিতে নেমে পড়েন। কৃষকের সঙ্গে মাঠে ধান রোপণের (Farming) কাজ শুরু করে দেন। ধান রোপণ করেন বাসন্তী ব্লকের তৃণমূল কংগ্রেসের (TMC) কনভেনার মন্টু গাজী সহ অন্যান্যরা। বিধায়কের এমন কার্যকলাপে দিশাহারা হয়ে অবাক হয়ে যায় কৃষক শঙ্কর মণ্ডল।
কৃষকের কথায়, ”বিধায়ক যে এই ভাবে বন্ধু হিসাবে মাঠে নেমে কাজে সহযোগিতা করবেন, তা স্বপ্নেও ভাবতে পারিনি। এমন কৃষক বন্ধু বিধায়ক রাজ্যে আর আছে কি না, তা একবার ভাবতে হবে।’’ ঘটনা প্রসঙ্গে ক্যানিংয়ের ডাবু গ্রামের এক কৃষক বলেন, ‘‘শ্যামল মণ্ডল মানবদরদী, দরিদ্র কৃষকের দুঃখ-দুর্দশা বোঝেন। সেই কারণেই বিগত প্রায় বছর সাতেক আগে উত্তর রেদোখালি গ্রামে বর্ষাকলে এক কৃষকের ধানক্ষেতে হাঁটুসমান জলে নেমে ধান রোপণ করেছিলেন। এমনকি ধান কাটা ও ঝাড়াইয়ের কাজ ও করেছিলেন। এমন মানবদরদী বিধায়কের কোনও তুলনা হয় না।’’
এনিয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল (Shyamal Mandal) বলেন ‘‘জ্যোতিষপুর এলাকায় দিদির সুরক্ষা কবচ প্রচারের জন্য গিয়েছিলাম। সেখানে দরিদ্র এক কৃষকের ক্ষেতে নেমে ধান রোপণ করে দিয়েছি। কারণ আমাদের সরকার যে কৃষক বন্ধু সেটা কৃষকরা ভালো মতোই জানেন। এছাড়া কৃষকরা আমাদের অন্নদাতা। ফলে তাদের পাশে আমাদের থাকাটাই কর্তব্য বলে মনে করি। সেই কারণেই কৃষের সঙ্গে মাঠে নেমে ধান রোপন করেছি।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.