চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: দীর্ঘক্ষণ তল্লাশির পর অবশেষে পুকুর থেকে উদ্ধার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল। আরও একটি মোবাইল ও পেনড্রাইভের খোঁজে পুকুরে চলছে তল্লাশি। তদন্তকারীদের অনুমান, এই দুটি মোবাইল খতিয়ে দেখলেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসবে। এদিকে সিবিআই জেরার মুখে ভেঙে পড়েছেন বিধায়ক। এপ্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি পেতে হবে।”
চৈত্র সংক্রান্তির সকালে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। জেরার মাঝে শুক্রবার সন্ধেয় সিবিআই তল্লাশি চলাকালীন পানাপুকুরে নিজের মোবাইল ছুঁড়ে ফেলে দেন বিধায়ক। তারপরই বাড়ির পিছনে থাকা পুকুরটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নজরে পড়ে। এবং পুকুরের সমস্ত জল ছেঁচে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করা হয়। প্রায় দেড়দিন পর অবশেষে পুকুরের সমস্ত জল ছেঁচে ফেলা হলে উদ্ধার হয় পুকুরে ফেলে দেওয়া বিধায়কের মোবাইলটি। পানাপুকুর থেকে উদ্ধার হয়েছে ৬ টি নথির ব্যাগ উদ্ধার করেছেন তদন্তকারীরা।
প্রায় দু’দিন ধরে টানা বিধায়ককে জেরা করছেন তদন্তকারীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে জেরা। সূত্রের খবর, জেরায় ভেঙে পড়েছেন বিধায়ক। এদিকে বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে এলাকায় চাউর হয়ে গিয়েছে সিবিআই জেরার বিষয়টি। ফলত বহু মানুষ বিধায়কের বাড়ির সামনে ভিড় করেছেন বহু মানুষ। সূত্রের খবর, তদন্তকারীদের অনুমান, বিধায়কের মোবাইল খতিয়ে দেখতে পারলেই বহু অজানা তথ্য মিলবে। যা নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে সাহায্য করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.