সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে গত কয়েকদিনে একাধিকবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে এসেছে। মৃত্যুও হয়েছে। সেই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই বেফাঁস মদন মিত্র। ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এসব তো হতেই পারে।
ঠিক কী বলেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র? বিস্ফোরণ নিয়ে তাঁর বক্তব্য, “২৯৪ সিট। এক লক্ষের উপর পঞ্চায়েত। তাতে দু’চারটে পটাকা বাজি ফাটবে না কালিপুজো হবে? এমনটা হয় নাকি।” মদন মিত্রের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা।
প্রসঙ্গত, খাদিকুল কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে এসেছে। মৃত্যুর ঘটনাও ঘটেছে। সোমবার রাস্তার পাশের শৌচালয়ে শৌচকর্ম সারতে গিয়ে বোমা ফেটে মৃত্যু নাবালকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বনগাঁর বক্সিপল্লির ২২ নম্বর ওয়ার্ডে। সেই ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার মুখ খোলেন সাংসদ অর্জুন সিং। বলেন, “বাংলায় কবে বোমা ছিল না? সিপিএমের সময়েও ছিল, এখনও আছে। বোমা সব থেকে সহজ সস্তার জিনিস ,প্রচণ্ড রোদে বোমা ফেটে যাচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.