সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বারবারই ভাইরাল হয়েছেন কামারহাটির দামাল ছেলে মদন মিত্র (Madan Mitra)। কখনও তার গাওয়া গান বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। কখনও আবার অন্য কোনও মজার মুহূর্ত। এবার ফের ভাইরাল বিধায়ক, কিন্তু ঘটনাটি একেবারে অন্যরকম।
ব্যাপারটা ঠিক কী? মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন মদন মিত্র, সঙ্গে রয়েছে তাঁর নাতি। পিছনে বেশ কয়েকজন। সেই ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে আচমকা পা পিছলে পড়ে গেলেন মদন মিত্র। পড়ে যায় বিধায়কের নাতিও। সঙ্গে সঙ্গে সঙ্গীরা তাঁদের ধরে তোলেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিও। তবে এটি কোথায় তা স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে, দিঘায় বেড়াতে গিয়েই সমুদ্রের পাড়ে পা পিছলে পড়েছেন বিধায়ক।
বরাবরই আর পাঁচজন রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে অনেকটা আলাদা মদন মিত্র। প্রকাশ্যে তা স্বীকার করতেও পিছপা হন না তিনি। কিছুদিন আগে নিজের পেজ থেকে সুইমিং পুলে জলকেলির একটি ভিডিও পোস্ট করেছিলেন বিধায়ক। তা নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন, কেউ কেউ আবার মজাও পেয়েছেন। কমেন্ট বক্স ভরে গিয়েছিল ওহ লাভলি-তে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.