Advertisement
Advertisement

Breaking News

Badminton

র‌্যাকেট-শাটল কক যুদ্ধ! শাড়ি, সোয়েটার পরেই ব্যাডমিন্টনে মজলেন লাভলি-ফিরদৌসী

বিধায়কদের খেলা দেখে আপ্লুত উপস্থিত জনতা।

TMC MLA Lovely Moitra and Firdousi Begum played badminton after meeting at Sonarpur | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 14, 2023 9:55 am
  • Updated:December 14, 2023 9:59 am  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: দিনভর জনতার কাজে ব্যস্ত। দুপুর থেকে রাত – হাজারও বৈঠক। কিন্তু জনপ্রতিনিধিদেরও বিনোদন আছে। আর তাই রাতে বৈঠক সেরে বেরিয়েই ব্যাডমিন্টন (Badminton) খেলায় মজলেন দুই বিধায়ক লাভলি মৈত্র ও ফিরদৌসী বেগম। শাড়ি, সোয়েটার পরেই র‌্যাকেট-শাটল কক যুদ্ধে নামলেন দুজন। আর তাঁদের এই লড়াইকে উৎসাহ দিলেন উপস্থিত জনতা। পরে লাভলি, ফিরদৌসীর সঙ্গে খেলায় শামিল হন রাজপুর-সোনারপুর পুরপ্রধান এবং মেয়র পারিষদ।

বুধবার বিধানসভায় ছিল স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক। সেই বৈঠক সেরে সোনারপুর দক্ষিণের সেলিব্রিটি বিধায়ক লাভলি মৈত্র (Lovely Moitra) এবং সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম (Firdousi Begum) আসেন রাজপুর-সোনারপুর পুরসভায়। সেখানেও একটি বৈঠক ছিল। তা শেষ হতে হতে রাত পেরয়। কিন্তু তাতে কী? বৈঠক সেরে বেরিয়েই বিধায়করা যখন দেখেন, বাইরে কয়েকজন রাতের আলোয় ব্যাডামিন্টন খেলছেন, তখন তাঁরাও ক্লান্তি ভুলে উৎসাহী হয়ে ওঠেন। ওই যুবকদের থেকে র‌্যাকেট-কক নিয়ে খেলতে চান লাভলি মৈত্র, ফিরদৌসী বেগমরা। দুই বিধায়কের আবদার বলে কথা! সঙ্গে সঙ্গে র‌্যাকেট-কক দিয়ে খেলার কোর্ট ছেড়ে দেন তাঁদের জন্য।

Advertisement

[আরও পড়ুন: ২৪ ঘণ্টায় জোড়া শুটআউট, চোপড়ার পর রায়গঞ্জে গুলিতে খুন সরকারি কর্মী]

শাড়ি, সোয়েটার পরেই ব্যাডমিন্টনে মজলেন লাভলি-ফিরদৌসী। পরে তাঁদের সঙ্গে খেলায় যোগ দেন রাজপুর-সোনারপুরের পুরপ্রধান পল্লবকান্তি দাস। বেশ কিছুক্ষণ খেলেন তাঁরা। ছোট পর্দার নায়িকা লাভলি জানাচ্ছেন, তাঁর বরাবর ব্যাডমিন্টন খেলতে খুব ভালো লাগে। কিন্তু এখন কাজের চাপে ফুরসৎ পান না। এদিন হাতের কাছে এমন সুযোগ পেয়ে খেলে নিলেন খানিকক্ষণ। ফিরদৌসী বেগমেরও একই কথা। অনেকদিন পর র‌্যাকেট-কক নিয়ে খেলে দারুণ লাগল। সমস্ত ক্লান্তি যেন কেটে গেল। আর বিধায়কদের খেলোয়াড় রূপে দেখে আপ্লুত উপস্থিত জনতা। যাঁরা তাঁদের জন্য কাজ করেন, তাঁরাই আবার খেলাধুলো করছেন! এটা তাঁদের বিস্মিত করেছে।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: সংসদ হামলা: গুরুগ্রামের ডেরায় বসে চার বছর ধরে চক্রান্ত করে ‘গ্যাং অফ সিক্স’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement