Advertisement
Advertisement
TMC MLA June Malia faces Kurmi protest heat

দিলীপ-মানসের পর জুন মালিয়া, কুড়মিদের ঘাঘর ঘেরার মুখে তৃণমূলের তারকা বিধায়ক

দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বাধা পান জুন মালিয়া।

TMC MLA June Malia faces Kurmi protest heat । Sangbad Pratid
Published by: Sayani Sen
  • Posted:May 19, 2023 7:33 pm
  • Updated:May 19, 2023 7:33 pm  

সম্যক খান, মেদিনীপুর: দিলীপ ঘোষ, মানস ভুঁইয়ার পর জুন মালিয়া। এবার কুড়মিদের ঘাঘর ঘেরার মুখে তৃণমূলের তারকা বিধায়ক। দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মেদিনীপুর সদর ব্লকের দেউলডাঙায় বিধায়কের পথ আটকে দেন কুড়মি আন্দোলনকারীরা। কুড়মিদের দাবিদাওয়া নিয়ে কী পদক্ষেপ নিয়েছেন, এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি। গাড়ি থেকে নেমে জুন মালিয়া বিক্ষোভকারীদের সঙ্গে কথাও বলেন। মুখ‌্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলার প্রতিশ্রুতি দেন।

শুক্রবার ধেড়ুয়ায় দলের কর্মসূচিতে যাচ্ছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। তাঁর পথ আটকে কুড়মি সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভও দেখায়। তাঁদের দাবি, “জয়ের নেপথ্যে কুড়মি সম্প্রদায়ের মানুষের ভোট ছিল। তারপরও তাঁদের দাবিদাওয়া নিয়ে আপনারা কিছু করেননি। রাজ‌্য সরকার বারবার প্রতিশ্রুতি দিয়ে চলেছে।” পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাজির হয়ে যায় গুড়গুড়িপাল থানার পুলিশ। অবশ‌্য গাড়ি থেকে নেমে জুন মালিয়া বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। মুখ‌্যমন্ত্রীকে এ বিষয়ে জানাবেন বলেও প্রতিশ্রুতি দেন।

Advertisement

[আরও পড়ুন: বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাংক, বদলে ফেলুন এই তারিখের মধ্যেই]

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করা-সহ একাধিক দাবিতে কুড়মিদের আন্দোলন চলছে। সমাধান না হওয়ায় আসন্ন পঞ্চায়েত ভোটে কুড়মি অধ‌্যুষিত গ্রামগুলিতে রাজনৈতিক প্রচার নিষিদ্ধও করে তারা। রাজনৈতিক দলের নেতানেত্রীদের ঘাঘর ঘেরা করার ডাকও দেওয়া হয়। ঘাঘর ঘেরা কমিটির নেতা অভিজিৎ মাহাতো বলেন, “পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিধায়ককে দাবিদাওয়া জানিয়েছি। দাবিদাওয়া আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

[আরও পড়ুন: ঐশ্বর্যর পোশাক সামলাতেও লোক..! ‘ওরা তোমার চাকর?’, তীব্র কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement