Advertisement
Advertisement

Breaking News

Death Threat

বোমা মেরে খুনের হুমকিতে হোয়াটসঅ্যাপ বার্তা, ফোন! থানায় অভিযোগ জাকির হোসেনের

একুশের বিধানসভা নির্বাচনের আগে, নিমতিতা রেল স্টেশনে বোমা বিস্ফোরণে তৃণমূল বিধায়ক জাকির হোসেন আহত হয়েছিলেন। তার তদন্ত করছে NIA, তার মাঝেই ফের প্রাণনাশের হুমকি পেলেন তিনি।

TMC MLA Jakir Hossain files complain that he is getting death threat through WhatsApp messege and phone call
Published by: Sucheta Sengupta
  • Posted:May 26, 2024 1:18 pm
  • Updated:May 26, 2024 1:21 pm  

কল্যাণ চন্দ্র, বহরমপুর: ভোটের মাঝে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন বারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেই মর্মে থানায় অভিযোগও দায়ের করেছিলেন তিনি। এবার আরও এক জনপ্রতিনিধিকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের হল মুর্শিদাবাদের সুতি থানায়। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA) জাকির হোসেন অভিযোগ করলেন, তাঁকে কেউ বা কারা ফোন করে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

জাকির হোসেনের (Jakir Hossain) অভিযোগ, প্রথমে তাঁকে হোয়াটসঅ্যাপ (WhatsApp)বার্তায় বোমা মেরে খুনের হুমকি দেওয়া হয়েছিল। ঝাড়খণ্ড থেকে ওই বার্তা এসেছে বলে অভিযোগ। তার পর তাঁকে ফোন করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি (Death Threat) দেওয়া হচ্ছে বলে অভিযোগ জাকির হোসেন। বেশ কিছুদিন ধরেই তিনি ওই ফোন পাচ্ছেন বলে পুলিশকে জানিয়েছেন। বিধায়কের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তা, ফোন কলের (Phone call) সূত্র ধরে কে বা কারা এই হুমকি দিচ্ছে, তা খুঁজে বের করার চেষ্টায় তদন্তকারীরা। কোন উদ্দেশেই বা প্রাণনাশের হুমকি, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে সন্দেহজনক হিসেবে বিধায়ক কারও নাম বলেননি।

Advertisement

[আরও পড়ুন: ২৬ মে থেকে ০১ জুন পর্যন্ত Horoscope: উদ্বেগ বৃদ্ধি না নতুন সুযোগ? জেনে নিন সাপ্তাহিক রাশিফল]

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) ঠিক আগে, ১৭ ফেব্রুয়ারি নিমতিতা রেল স্টেশনে বোমা বিস্ফোরণে (Bomb blast) জাকির হোসেন-সহ প্রায় ২৭ জন আহত হয়েছিলেন। সেই আঘাত সামলে তিনি ভোটের ময়দানে লড়াই করে ফের জয়ী হন। তবে এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হননি জাকির হোসেন। সেই বিস্ফোরণের তদন্ত করছে এনআইএ (NIA)। ষড়যন্ত্রের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার পর চব্বিশের লোকসভা ভোটের মাঝেই আবার প্রাণনাশের হুমকি। তাতে স্বভাবতই আতঙ্কিত জাকিরের পরিবারের লোকজন। যদিও পুলিশ নিরাপত্তা নিয়ে সবরকম আশ্বাস দিয়েছে।

[আরও পড়ুন: কালীঘাটে সিপিএমের প্রচারে ‘পুলিশি বাধা’, ‘কমিশন ঘুমোচ্ছে’, তোপ মীনাক্ষীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement