কল্যাণ চন্দ্র, বহরমপুর: লাগাতার শৃঙ্খলাভঙ্গের জন্য দল তাঁকে শোকজ নোটিস পাঠিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী তিরস্কার করেছেন। শোকজের উপযুক্ত জবাব দিতে না পারলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে, সে ইঙ্গিতও রয়েছে। কিন্তু এসবে দমছেন না ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। উলটে পালটা হুঙ্কার ছাড়লেন তিনি। হুমায়ুনের (Humayun Kabir) বক্তব্য, তৃণমূল করার অধিকার যদি তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে তিনি নিজের আলাদা দল গড়বেন।
শনিবার দলের শোকজের চিঠি হাতে পেয়ে ক্ষুব্ধ হুমায়ুন দাবি করেন, ২০২৬ সালে গোটা রাজ্যে তিনি নতুন দল গড়বেন। তাঁকে সরিয়ে দুর্নীতি চালিয়ে যেতে চাইছে জেলা তৃণমুল (TMC)। প্রতিবাদ করতে গিয়েই তাঁকে শোকজের মুখে পড়তে হল। রীতিমতো হুঁশিয়ারির সুরে ভরতপুরের বিধায়ক বলেন,”তৃণমূল করার অধিকার যদি আমার কাছে থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে আমি সম্পূর্ণ নতুন দল গঠন করব ২০২৬ বিধানসভার আগে।”
হুমায়ুনের হুঁশিয়ারি, “আমি যে শুধু মুখে কথা বলি না, কিছুটা করেও দেখায় সেটা সবাই বুঝবে। আর সেটা শুধু মুর্শিদাবাদের দল হবে না। গোটা বাংলার দল হবে। উত্তরবঙ্গে কে কে আমার সঙ্গে আছে, দক্ষিণবঙ্গে কে কে আমার সঙ্গে আছে। সব দেখা যাবে।’ দেওয়ালে তাঁর পিঠ ঠেকে গিয়েছে, সেটা বুঝেছেন হুমায়ুন। তিনি বলছেন,”বলতে পারেন (আমার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে)। চক্রান্তকারীদের কথাই রাজ্য নেতৃত্ব শুনছে। তাতেই জেলা নেতৃত্ব খুশি। হুমায়ুন কবীর চলে গেলে ওদের লুটেপুটে খাওয়াটা আরও ভাল হবে।” এদিকে জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় বলেন, “দল বিরোধী কাজের জন্য হুমায়ুনকে শোকজ করেছে রাজ্য তৃণমূল নেতৃত্ব। তাঁর বিষয়ে বলিষ্ঠ সিদ্ধান্ত নেবে রাজ্য। এছাড়া যারা নির্দল করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য নেতৃত্ব।”
হুমায়ুন কবীর পোড়খাওয়া রাজনীতিবিদ। চার দশকের বেশি রাজনীতির ময়দানে আছেন তিনি। কংগ্রেস (Congress) হয়ে তৃণমূল, সেখান থেকে কংগ্রেসে প্রত্যাবর্তন, সেখান থেকে আবার বিজেপিতে যোগদান, তারপর ফের তৃণমূল। দীর্ঘ রাজনৈতিক জীবনে কম টানাপোড়েন দেখেননি তিনি। এখন দেখার নতুন দল গঠনের ঘোষণা স্রেফ হুঙ্কার নাকি কার্যকরও হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.