সৌরভ মাজি, বর্ধমান: অনুষ্ঠানের মাঝে দলীয় কর্মীদের দিয়ে জুতো পরানোর অভিযোগ। এবার বিতর্কে জড়ালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। যদিও বিষয়টি অস্বীকার করেছেন তিনি। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনার ভিডিও। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।
বুধবার কিশোর কুমারের জন্মদিন উপলক্ষ্যে বর্ধমান (Bardhaman) শহরের ৩৫ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ একাধিক নেতা। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক। স্বাভাবিকভাবেই জুতো খুলে পতাকা উত্তোলন করেন তিনি। তারপর তিনি জুতোয় পা দিতেই দেখা যায় দুই যুবক তাঁকে জুতো পরতে সাহায্য করেন। রীতিমতো ফিতে বেঁধে দেন। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। কারণ, স্থানীয়দের দাবি ওই দুই যুবক দলের কর্মী। তাঁরা সবসময় বিধায়কের সঙ্গে থাকেন।
যদিও এসব বিতর্কে কান দিতে রাজি নন বিধায়ক (MLA)। এবিষয়ে কথা বলা হলে খোকন দাস বলেন, “আমি নিজের জুতো নিজেই পরি। সমস্যা হচ্ছিল তাই ওরা সাহায্য করেছিল। তবে ওরা দলের কর্মী না। ওরা আমার ভাইপো আমার সঙ্গে থাকে।” বিধায়কের কথায়, বিরোধীরা কোনও কাজ পাচ্ছে না বলে অকারণে কুৎসা করছে। এবিষয়ে বিজেপি (BJP) নেতা বলেন, “বিধায়ক জনগণের সেবার জন্য। তাঁদের জুতো যদি অন্য কাউকে পরাতে হয় এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। উনি যদি নিচু হয়ে নিজের জুতোই না পরতে পারেন, তাহলে মানুষের সামনে নিচু হয়ে তাদের কাজ করবে কী করে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.