Advertisement
Advertisement

Breaking News

Jakr Hossain

কলকাতার কর্মী সম্মেলনে গরহাজির জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক, দলের সঙ্গে বাড়ছে দূরত্ব?

মুর্শিদাবাদ জেলার ২০ জন তৃণমূল বিধায়কের মধ্যে উনিশ জনই উপস্থিত ছিলেন।

TMC MLA from Jangipur keeps his distance from the party? rumour sparks after he was absent in TMC's programme in Kolkata | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:September 8, 2022 7:22 pm
  • Updated:September 8, 2022 7:34 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: কলকাতায় (Kolkata) তৃণমূলের বিশেষ কর্মী সম্মেলনে বৃহস্পতিবার অনুপস্থিত রইলেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের (Jangipur) বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এত গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলনে তাঁর এই অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তৃণমূল (TMC) সূত্রে জানা গিয়েছে, জাকির হোসেন-সহ মুর্শিদাবাদ জেলার সমস্ত তৃণমূল বিধায়ক এবং সাংসদ, ব্লক সভাপতি এবং তৃণমূল দলের অন্যান্য পদাধিকারীদের আজকের বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু জাকির হোসেন রইলেন অনুপস্থিত।

জেলা তৃণমূলের এক শীর্ষ নেতার বক্তব্য, জাকির হোসেন (Jakir Hossain) বর্তমানে দলের রাজ্য সহ-সভাপতি হলেও বিভিন্ন বিষয়ে তাঁকে অন্ধকারে রেখেই মুর্শিদাবাদ জেলার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল দল। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ হওয়ার ঠিক আগে তাঁর সঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বৈঠক হয়। সেই সময় জেলার অনেকেই মনে করেছিলেন আবার হয়ত রাজ্য মন্ত্রিসভা অথবা জেলা সভাপতির পদে দেখতে পাওয়া যাবে জাকির হোসেনকে। কিন্তু জাকির হোসেন মন্ত্রিসভায় স্থান পাননি। পাশাপাশি, তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতির পদও দেওয়া হয়নি। ওই পদে রেখে দেওয়া হয় জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানকে।

Advertisement

[আরও পড়ুন: ‘ভুয়ো মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে মুসলিমরা’, ভয়ে গ্রাম ছাড়তে হল বিলকিসের ধর্ষকদের!]

তৃণমূল সূত্রের খবর, কিছুদিন আগে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জাকির হোসেনকে কোনও বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে বারণও করা হয়েছে। তারপর থেকেই একপ্রকার অন্তরালে রয়েছেন তৃণমূলের এই বিধায়ক। বৃহস্পতিবার কর্মী সম্মেলনে মুর্শিদাবাদ জেলার কুড়ি জন তৃণমূল বিধায়কের মধ্যে ১৯ জন বিধায়ক উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। যদিও জাকির হোসেনের এলাকা থেকে দলের ব্লক সভাপতি এবং বিভিন্ন পঞ্চায়েতের পদাধিকারীরা আজকের সম্মেলনে যোগ দিয়েছিলেন।

জাকির হোসেন ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার কথায়, ”নিজের উপর প্রাণঘাতী হামলা সামনে কোনওরকমে বিধানসভা ভোটে প্রচার করে বিপুল মার্জিনে জঙ্গিপুর থেকে জয়ী হয়েছিলেন জাকির হোসেন। তারপর অনেকেই মনে করেছিলেন তাঁকে প্রাপ্য সম্মান দিয়ে মন্ত্রিসভায় ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু তা না হওয়াতে জাকির হোসেন অভিমানে দলের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়াচ্ছেন।” আরেক ঘনিষ্ঠ নেতার বক্তব্য, ”আজকের সম্মেলনের জন্য দলের তরফ থেকে জাকির হোসেনকে যথাযথ নিয়ম মেনেই আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু দলের উপর রাগ করি তিনি আজকের সম্মেলনে যোগ দিতে কলকাতায় আসেননি।”

[আরও পড়ুন: ‘তুমি তোমার জায়গাটা নিয়ে থাকো’, নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে মহুয়াকে ‘ধমক’ মমতার]

জাকির হোসেনের আজকের বৈঠকে না আসার কথা স্বীকার করে নিয়েছেন বৈঠকে উপস্থিত মুর্শিদাবাদ জেলার একাধিক তৃণমূল বিধায়ক। তাঁদের দাবি, হয়তো শারীরিক অসুস্থতার জন্য তিনি আজকের বৈঠকে যোগ দিতে পারেননি। বিষয়টি নিয়ে জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement