সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বহু গুঞ্জন শোনা গিয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস বিধায়ক দীপক কুমার হালদারকে নিয়ে। শোনা গিয়েছিল, তিনি নাকি দল ছাড়ছেন। মুকুল রায়ের হাত ধরে যোগ দিতে চলেছেন বিজেপিতে। তাঁর বিরুদ্ধে তৃণমূলেরই কোনও কোনও নেতা দলবিরোধী কাজের অভিযোগ তুলেছিলেন। সেসব অভিযোগ নাকি জমা পড়েছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। সম্প্রতি বিধায়কের দিকে ভ্রু কুঁচকে তাকাতে শুরু করেছিলেন দলেরই অনেকে। কিন্তু, বুধবার দীপকবাবু সেসব সম্ভাবনা ফুৎকারে উড়িয়ে দিলেন। জানিয়ে দিলেন, বিজেপিতে যোগ দেওয়ার কথা স্বপ্নেও ভাবেন না তিনি। উলটে, দলনেত্রীর নির্দেশ মতো ‘দিদিকে বলো’ কর্মসূচির জোর প্রচার করতে দেখা গেল তাঁকে।
লোকসভা ভোটের অনেক আগে থেকেই গুঞ্জন ছিল মুকুল রায়ের হাত ধরেই এবার বিজেপিতে যেতে চলেছেন তিনি। কারণ হিসেবে বলা হচ্ছিল বিধায়ক নাকি দলে অনেকটাই ব্রাত্য হয়ে পড়েছেন। তাঁকে আর পাত্তা দিতে রাজি নয় দল। এসব নিয়ে চাপা উচ্ছ্বাস লক্ষ্য করা যায় স্থানীয় বিজেপি নেতা ও কর্মীদের মধ্যেও। কিন্তু, সে গুড়ে বালি ঢেলে দিলেন দীপকবাবু নিজেই। বুধবার তিনি জানিয়ে দিলেন, “তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা রটেছে সবই অপপ্রচার। তৃণমূল ছাড়ার কথা তিনি স্বপ্নেও ভাবেন না।”
মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগের লক্ষ্যে নতুন কর্মসূচি নিয়েছেন ‘দিদিকে বলো’। বুধবার সেই কর্মসূচির প্রচারে জোরকদমে নেমে পড়লেন দীপকবাবু। ডায়মন্ড হারবার পুরসভার কমিউনিটি হলে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিলেন, “ যে কেউ তাঁদের এলাকার যে কোনও অভাব-অভিযোগ নির্দিষ্ট ফোন নম্বরে এবং ওয়েবসাইটে জানাতে পারেন দিদিকে। দিদির ওপর বিশ্বাস রাখুন। এ রাজ্যে দিদিই ভরসা। দিদিই পারেন আপনাদের সব দুঃখ দূর করতে, আপনাদের নিরাপত্তা দিতে। আমাকে নিয়ে বা আমার কাজকর্ম নিয়েও যদি কারও কোনও অভিযোগ থাকে, সেটাও দিদিকে জানান।” তিনি আরও বলেন, “ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকায় উন্নয়নের যজ্ঞ চলছে, তৃণমূলের ওপর আস্থা রাখুন, সুখে থাকুন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.