ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহখানেক আগে হাঁটু ভাঙার দাওয়াই দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা কম হয়নি। তবে তাতেও দমতে নারাজ উদয়ন। এবার সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।
শুক্রবার কোচবিহারের ভেটাগুড়িতে দলীয় এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায় বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, “বোমা-বন্দুকের রাজনীতি করলে দাঁত তুলে নেওয়া হবে।” তাঁর সুরে সুর মেলালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তিনি বলেন, “সন্ত্রাসের রাজনীতি করলে সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়া হবে।”
দিনকয়েক আগেও উদয়ন গুহর গলায় একই রকম হুঙ্কার শোনা গিয়েছিল। দিনহাটায় দাঁড়িয়ে সেই সময় তিনি বলেন, দিনাহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “যে আমার গলায় পা দিয়ে দাঁড়াতে চায়, তার হাঁটু ভাঙার অধিকার আছে। আমার সহকর্মীর বুকে পা তুলতে চাইলে, হাঁটু ভাঙার অধিকার আছে। যদি আমরা সেটা না করতে পারি, তাহলে বুঝতে হবে, বিজেপির সঙ্গে আমাদের একটা তলে তলে লাইন আছে। সেই জন্য সবাইকে শক্তি সঞ্চয় করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।”
আগামী ফেব্রুয়ারি কিংবা মার্চে পঞ্চায়েত নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলই প্রায় কোমর বেঁধে প্রস্তুতিতে নেমে পড়েছে। ভোটের আগে রণকৌশল স্থির করতে তৎপর শাসক বিরোধী উভয়েই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকার খানিকটা অস্বস্তিতে। আর তাকে হাতিয়ার করতে পঞ্চায়েত নির্বাচনের ঘুঁটি সাজাতে ব্যস্ত বিরোধীরা। এহেন পরিস্থিতিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর একের পর এক মন্তব্যকে ‘উসকানিমূলক’ বলেই দাবি বিরোধীদের। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। দলীয় সংস্কৃতি অনুযায়ী উদয়ন গুহ মন্তব্য করছেন বলেই দাবি গেরুয়া শিবিরের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.