Advertisement
Advertisement

Breaking News

‘২৪ ঘণ্টা সাগরদিঘির জলে চুবিয়ে রাখব’, দিলীপ ঘোষকে হুমকি রবীন্দ্রনাথের

ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী৷

TMC minister Rabindranath Ghosh threatens BJP’s Dilip Ghosh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2018 9:02 pm
  • Updated:June 22, 2018 9:23 pm  

বিক্রম রায়, কোচবিহার: হুমকি-পালটা হুমকিতে সরগরম রাজ্য রাজনীতি৷ ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ কোচবিহার শহরে প্রকাশ্য জনসভায় তাঁর হুশিয়ারি, ‘দিলীপ ঘোষ যদি কোচবিহারে আসেন, তাহলে মাথা ঠাণ্ডা করার জন্য তাঁকে ২৪ ঘণ্টা সাগরদিঘির জলে চুবিয়ে রাখব৷’

[কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ যুব তৃণমূল কর্মীদের]

Advertisement

দিন কয়েক আগে জলপাইগুড়ি শহরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ সেই কর্মসূচিতে যোগ দিয়ে শাসকদলের নেতাদের এনকাউন্টারের হুমকি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা যেভাবে গুণ্ডামি করছেন, তাদের পরিষ্কার বলে দিচ্ছি, হয় জেল না হলে সোজা গুলি৷ এককথায় এনকাউন্টার হবে৷ কার গুলি কোথায় লাগবে, কেউ জানে না৷ সেই দিন আসছে, গব্বর সিংয়ের মতো ইসমে কিতনা গুলি থে, গুণে গুণে গুলিয়ে যাবে৷ গুণে গুণে লাশ তোলা হবে৷ কেষ্ট-কৃষ্ণ কেউ বাঁচবে না৷’  বিজেপির রাজ্য সভাপতি মন্তব্যে বিতর্ক দেখা দেয় রাজনৈতিক মহলে৷ বস্তুত, বিজেপি কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল জলপাইগুড়ি শহরেও৷ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়৷

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পালটা দিলেন খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ তিনি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে৷ শুক্রবার কোচবিহার শহরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন শাসকদলের কর্মী-সমর্থকরা৷ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীও৷ রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘দিলীপ ঘোষ যদি কোচবিহারে আসেন, তাহলে মাথা ঠাণ্ডা করার জন্য তাঁকে ২৪ ঘণ্টা সাগরদিঘির জলে চুবিয়ে রাখব৷’ কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে রয়েছে একটি প্রাচীন দিঘি৷ নাম সাগরদিঘি৷ এর আগেও বিজেপির রাজ্য সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন উত্তরবঙ্গের এই দাপুটে মন্ত্রী৷

[দিলীপের পর বিজেপির সায়ন্তন, এনকাউন্টার হুমকিতে মামলা রুজু সিউড়ি থানায়]

কখনও বুথের বাইরে বিরোধী দলের এজেন্টকে চড়, কখনও আবার কর্তব্যরত পুলিশকর্মীদের ধমক৷ বারবারই বিতর্কে জড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন ও কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ৷ কয়েক দিন আগে আবার দেওয়ানহাটে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷ বৃহস্পতিবার দলের বর্ধিত কোর কমিটির সভায় রবীন্দ্রনাথ ঘোষকে মাথা ঠাণ্ডার রাখার পরামর্শ দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷

[পুরোহিত ডেকে জীবিত ছেলের শ্রাদ্ধ করলেন বাবা! রায়গঞ্জে শোরগোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement