Advertisement
Advertisement

Breaking News

TMC

উপনির্বাচনে বাগদা জিতলে তৃণমূল কর্মীদের পুরস্কারের প্রতিশ্রুতি! খাদ্যমন্ত্রীর মন্তব্যে শোরগোল

কী বলছে বিজেপি?

TMC minister promised prize if party wins Bagda by election
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 23, 2024 9:13 pm
  • Updated:June 23, 2024 9:13 pm

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: লোকসভা নির্বাচনে বিজেপি পিছনে ফেলে দিয়েছে শাসকদল তৃণমূলকে। কিন্তু উপনির্বাচনে বাগদা জয়ে মরিয়া ঘাসফুল শিবির। জিততে পারলে কর্মীদের পুরস্কারের প্রতিশ্রুতি দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

১০ জুলাই বাংলার চার আসনে উপনির্বাচন। তার মধ্যে রয়েছে বাগদা। ওই আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে ঠাকুর পরিবারের সন্তান তথা মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে। তাঁর হয়ে প্রচারে ঝাঁপিয়েছেন দলের নেতা-কর্মীরা। রাজ্যের কয়েকজন নেতা-মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে বাগদার নির্বাচনের। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দায়িত্ব রয়েছে কনিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ও কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। রবিবার দুপুরে কনিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রানিহাটি উচ্চ বিদ্যালয়ে একটি কর্মিসভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে। সেখানেই গিয়েছিলেন রথীন ঘোষ।

Advertisement

[আরও পড়ুন: জাল নোটের ছাপাখানা খুলেছে মাওবাদীরা! সুকমায় তল্লাশিতে উদ্ধার বিপুল নকল টাকা]

সেখানেই লোকসভা নির্বাচনে হারের কারণ নিয়ে আলোচনা করেন তিনি। এর পরই উপ নির্বাচনে জয় নিশ্চিত করতে রণকৌশল ঠিক করে দেন তিনি। কর্মীদের মনোবল চাঙা করতে সমস্ত পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দেন। এর পরই তিনি বলেন, বাগদায় জিততে পারলে কর্মীদের পুরস্কার দেওয়া হবে। এই মন্তব্যেই দানা বেঁধেছে বিতর্ক। এ বিষয়ে বনগাঁ সংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, “হাজার চেষ্টা করেও লাভ নেই। বাগদার মানুষ তৃণমূলকে হারাবেই|” যদিও তৃণমূলের দাবি, তাঁদের জয় নিশ্চিত। কিন্তু লোকসভার ফল বলছে বাগদায় বিজেপির পাল্লা ভারী।

Advertisement

[আরও পড়ুন: ইন্দোরে খুন কৈলাস ঘনিষ্ঠ বিজেপি নেতা, ২ আততায়ীর খোঁজে তল্লাশি পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ