Advertisement
Advertisement
নুসরত জাহান

নির্বাচনী প্রচারে বিপত্তি, গোয়ালতোড়ে মঞ্চ ভাঙল নুসরতের

ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে বিপত্তি৷

TMC Lok Sabha candidate Nusrat Jahan's stage collapses at Jhargram
Published by: Tanujit Das
  • Posted:May 8, 2019 2:43 pm
  • Updated:May 8, 2019 4:37 pm  

সম্যক খান, মেদিনীপুর: ভোটপ্রচারে গিয়ে মঞ্চ ভেঙে বিপাকে পড়লেন বসিরহাটের তৃণমূল প্রার্থী তথা টলি অভিনেত্রী নুসরত জাহান৷ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের হয়ে বুধবার গোয়ালতোড়ে প্রচারে যান তিনি৷ সেখানেই ভেঙে পড়ে তাঁর মঞ্চ৷ সূত্রের খবর, ছোট মঞ্চে অনেক লোক একসঙ্গে উঠে পড়ার কারণেই বিপত্তি ঘটেছে৷ যদিও ঘটনায় টলি অভিনেত্রীর কোনও ক্ষতি হয়নি৷ তবে ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় সভায় উপস্থিত তৃণমূল সমর্থক ও নুসরতের অনুরাগীদের মধ্যে৷

[ আরও পড়ুন: কর্তব্যরত মহিলা কর্মীকে দিয়ে ম্যাসাজ করাচ্ছেন এসআই, ফাঁস চাঞ্চল্যকর ভিডিও ]

Advertisement

জানা গিয়েছে, এদিন গোয়ালতোড়ের জগারডাঙ্গা হাইস্কুলের মাঠে প্রচারসভায় যান বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান৷ ঘটনার সময়, আনুমানিক তিন ফুট উচ্চতার ১৫/২০ ফুটের সভামঞ্চে বসেছিলেন তিনি৷ তখন সেখানে বক্তৃতা দিচ্ছিলেন শাসকদলের অন্য এক নেতা৷ টলি অভিনেত্রীকে ঘিরে সভায় উপস্থিত তৃণমূল সমর্থকদের উত্তেজনা ছিল তুঙ্গে৷ ফলে অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার জন্য ছোট মঞ্চে উঠে পড়েন অনেকে৷  সূত্রের খবর, তখনই  মঞ্চটি মাঝখান থেকে ভেঙে পড়ে৷ কোনওক্রমে রক্ষা পান অভিনেত্রী৷ সঙ্গে সঙ্গে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়৷ ঘটনায় তাঁর কোনও ক্ষতি হয়নি৷ তবে উপস্থিত সমর্থকদের সাময়িক উত্তেজনা তৈরি হয়৷ 

[ আরও পড়ুন: জলবায়ুর পরিবর্তন, ৫০ বছরের মধ্যেই অবলুপ্ত হতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার ]

বিপত্তি তৈরি হলেও উপস্থিত অনুরাগীদের হতাশ করেননি অভিনেত্রী৷ উপস্থিত সমর্থক ও অনুরাগীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন নুসরত৷ বীরবাহা সোরেনের হয়ে ভোট প্রার্থনা করেন তিনি৷ রাজ্যের শাসকদল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরেন৷ এবং এরপর সেখান থেকে অন্যত্র প্রচারের উদ্দেশ্যে রওনা দেন৷

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement