Advertisement
Advertisement

জেলা সভাপতির পদ থেকে সরানোর ভাবনা, সৌরভ চক্রবর্তীর ডানা ছাঁটতে পারে তৃণমূল

নয়া জেলা সভাপতি হতে পারেন দলেরই দীর্ঘদিনের সৈনিক।

TMC likely to sack Sourabh Chakraborty as Jalpaiguri Jela President
Published by: Tanujit Das
  • Posted:August 4, 2019 2:33 pm
  • Updated:August 4, 2019 2:33 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: লোকসভার ফলাফল ঘোষণার পরই তাঁর কর্মদক্ষতা নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছিল৷ নির্বাচনে তাঁর পারফর্মম্যান্সে খুশি ছিল না দলের শীর্ষ নেতৃত্ব৷ এবার হয়তো সেই অসন্তোষেরই ফল ভোগ করতে হবে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীকে৷ সূত্রের খবর, জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতির পদ থেকে এই যুব নেতাকে সরিয়ে দিতে পারে শাসকদল৷ তাঁর জায়গায় দায়িত্ব তুলে দেওয়া হতে পারে প্রাক্তন জেলা সভাপতি তথা দলের দীর্ঘদিনের সৈনিক কৃষ্ণকুমার কল্যাণীর হাতে৷

[ আরও পড়ুন: ‘জলের ব্যবস্থা করে দিন আপনাদেরই ভোট দেব’, জনসংযোগ করতে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী মলয় ঘটক ]

Advertisement

তৃণমূল সূত্রে খবর, নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা আসনটি এবং উত্তরবঙ্গের একটা অংশের দায়িত্ব ছিল সৌরভ চক্রবর্তীর কাঁধে৷ অভিযোগ, নিজের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তিনি৷ দলের নিচুতলার কর্মীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে তাঁর৷ সংগঠনের কাজের দিকেও নজর দেননি৷ ফলে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ করতে পারেনি শাসকদল৷ এবং দলের অন্দরে দিনে দিনে চওড়া হয়েছে ফাঁটল৷ যার সুযোগে উত্তরবঙ্গে ভিত শক্ত করেছে গেরুয়া শিবির৷ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে অভাবনীয় ফল করেছে বিজেপি৷ ঝুলি শূন্য তৃণমূলের৷ কোচবিহার থেকে শুরু করে মালদা, ৮টা লোকসভা আসনের মধ্যে একটাতেও দাঁত ফোটাতে পারেনি শাসকদল৷ সাতটি আসন গিয়েছে বিজেপির দখলে৷ একটি আসন ধরে রেখেছে কংগ্রেস৷ এই পরিস্থিতিতে, আগেই উত্তরবঙ্গের একাধিক জেলা সভাপতির পদে রদবদল করেছে শাসকদল৷ খবর পাকা হলে, শীঘ্রই সেই তালিকায় যুক্ত হতে চলেছে সৌরভ চক্রবর্তীর নাম৷

[ আরও পড়ুন: অস্ত্রোপচার ছাড়াই প্রসব, মঙ্গলকোটের হাসপাতালে জন্ম ‘কনজয়েন্ট বেবি’র ]

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের ছেলে হলেও, সৌরভ চক্রবর্তী দীর্ঘদিন কলকাতায় রাজনীতি করেছেন। প্রথমে ছাত্র পরিষদ, পরে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হন তিনি। কিন্তু দলনেত্রীর নির্দেশে ফের আলিপুরদুয়ারে ফিরে যান৷ এক সময় রাজ্য রাজনীতি কাঁপানো দামাল ছেলে সৌরভ, আলিপুরদুয়ারে ‘গুটিস দা’ নামেই পরিচিত। আলিপুরদুয়ারের বিধায়ক ছাড়াও শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সভাপতি, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সৌরভ চক্রবর্তী। কিন্তু ধীরে ধীরে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর৷ যে শহরে তিনি বড় হয়েছেন, সেই শহরের মানুষদের মধ্যেও নানান প্রশ্ন ওঠে তাঁকে নিয়ে। যার প্রভাব পড়ে লোকসভার ফলাফলেও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement