Advertisement
Advertisement
Bagda

নারীপাচারের ছক? তরুণীকে ‘অপহরণের চেষ্টা’য় ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলে

রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি ধৃত যুবক এবং তৃণমূল পঞ্চায়েত সদস্যার।

TMC leader's son arrests for allegedly attempt to kidnap a woman । Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Sayani Sen
  • Posted:December 21, 2023 5:13 pm
  • Updated:December 21, 2023 5:17 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বিউটি পার্লারের মালকিন এবং কর্মীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। অপহরণের চেষ্টাও করা হয়। এই অভিযোগে কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলে। অভিযুক্তকে গণপিটুনিও দেয় স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বাগদা থানার আষাঢ়ু বাজার।

অভিযুক্ত মিঠুন বালা। সিন্দ্রনী গ্রামপঞ্চায়েতের মাগুরকোনা গ্রামের তৃণমূল সদস্যা মাধুরী বালার ছেলে। মঙ্গলবার আষাঢ়ু বাজারে বিউটি পার্লার বন্ধ করে ফিরছিলেন এক মহিলা। সেই সময় বাজারের কাছে বিপত্তি। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত অফিসের পাশ থেকে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মিঠুন। মহিলা চিৎকার শুরু করেন। অভিযোগ, তাঁকে মারধরও করা হয়। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। মিঠুনকে ধরে গণপিটুনি দেওয়া হয়। মারধরের মুহূর্তের ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

[আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দাউদাউ আগুনে আতঙ্ক ছড়াল কেষ্টপুরের বাজারে]

মিঠুনের নামে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়। যদিও ধৃত মিঠুনের দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সে আরও বলে, “আমাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি কথা বলতে গেলে আচমকা মারধর শুরু করে। আমার বিরুদ্ধে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমার মা যেহেতু তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সে কারণেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা মাধুরী বালা। তাঁর দাবি, “রাজনৈতিক কারণে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখুক আমার ছেলে দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হোক।”

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের এক মেসেজেই শয্যাসঙ্গিনী পছন্দের সুন্দরী! মন্দারমণিতে রমরমা মধুচক্র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement