বিক্রম রায়, কোচবিহার: কার্বাইনের পর নাইন এমএম পিস্তল। ঘটনাস্থল সেই দিনহাটা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ ছবি ভাইরাল হতে ফের চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে, শাসকদলের এক যুবনেতার পাশে যিনি বসে আছেন, তাঁর হাতে নাইন এমএম পিস্তল। ছবিটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারে। ওই যুবনেতা এলাকায় যথেষ্ট প্রভাবশালী বলেই পরিচিত। সম্প্রতি দিনহাটার বিধায়ক উদয়ন গুহের সঙ্গে তাঁকে বৈঠক করতেও দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনায় বিধায়ক উদয়ন গুহের বিরুদ্ধে সমাজবিরোধীদের প্রশয় দেওয়ার অভিযোগ করেছেন দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মীর হুমায়ুন কবীর। ছবিটি সুপার ইম্পোজ করা হয়ে থাকতে পারে বলে পালটা দাবি করেছেন দিনহাটার বিধায়ক।
[ মাওদমনে মুখ্যমন্ত্রীর দেখানো পথে হাঁটুক কেন্দ্র, পরামর্শ মন্ত্রীর]
সোশ্যাল মিডিয়ায় বন্দুকধারী সঙ্গীর সঙ্গে যে যুবনেতার ছবি ছড়িয়েছে, তাঁর নাম আলতাফ মিয়াঁ। একসময়ে দিনহাটার আবুতারা এলাকায় সিপিএমের প্রধান ছিলেন তিনি। পরে দল বদলে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। শাসকদলের যুব সংগঠনের নেতা আলতাফ। ওই যুবনেতার দাবি, দলের কাজে বিভিন্ন জায়গায় যেতে হয় তাঁকে। ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। যাঁর কাছে আগ্নেয়াস্ত্র আছে তাঁকে গ্রেপ্তার করে, জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য উঠে আসবে। এদিকে এই ঘটনায় দলের বিধায়ক উদয়ন গুহের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মীর হুমায়ুন কবীর। তার দাবি, আলতাফ বিধানসভা নির্বাচনের আগে ওই এলাকায় তৃণমূল কর্মী খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত। এলাকায় সন্ত্রাস ছড়ানোর পিছনে ওঁর প্রত্যক্ষ মদত রয়েছে। অথচ সম্প্রতি বিধায়ক উদয়ন গুহ তাঁকে নিয়েই সভা করছেন। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের বক্তব্য, তিনি গত ৬ নভেম্বর একটি ক্লাবের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে আলতাফ ছিল। তবে তার আগে পর্যন্ত কোনও ছবি এভাবে দেখা যায়নি। ছবি আসল কি না তা পুলিশ তদন্ত করে দেখুক। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দিনহাটার এসডিপিও উমেশ জি খান্ডেলওয়ালও।
এর আগে কোচবিহারের আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী নরেশ দেবনাথের কারবাইন হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। তাকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় কারবাইনটিও।
ছবি: দেবাশিস বিশ্বাস
[ অচলাবস্থা কাটিয়ে পাহাড়ে ফের স্বমহিমায় টয়ট্রেন]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.