Advertisement
Advertisement

Breaking News

গাড়িতে উঠেই সিট বেল্ট, অভিষেকের দুর্ঘটনার পর সতর্ক নেতা-মন্ত্রীরা

গাড়ির সামনে বসে ‘সিট বেল্ট’ বাঁধতে আর কেউ ভুল করছেন না৷

TMC Leaders extremely cautious after MP Abhishek Banerjee meets accident
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 21, 2016 10:39 am
  • Updated:September 10, 2020 1:47 pm  

স্টাফ রিপোর্টার: গাড়ির সামনে বসে ‘সিট বেল্ট’ বাঁধতে আর কেউ ভুল করছেন না৷ তা সে স্করপিওই হোক বা অন্য কোনও ধরনের গাড়ি৷ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার পর আরও বেশি সতর্ক নেতা-মন্ত্রীরা৷

বৃহস্পতিবার সিঙ্গুরের সভায় সেই সতর্কতার ছবিই দেখা গেল৷ এসেছিলেন বহু মন্ত্রী-সাংসদ ও বিধায়ক৷ সভাস্থলে আসার আগে প্রত্যেকের ক্ষেত্রেই দেখা গেল, গাড়ির সামনে বসলেও নিয়ম মেনে ‘সিট-বেল্ট’ বেঁধে ঢুকছেন৷ আলোচনার বিষয়বস্তুও কিন্তু ছিল এই সতর্কতা৷ প্রত্যেকে মেনে নিয়েছেন, সামনে বসেও ‘সিট-বেল্ট’ বেঁধে থাকলে দুর্ঘটনা হলেও অনেকটা নিরাপদ থাকা যায়৷ অনেকেই দেখে নিয়েছেন, গাড়িতে ‘এয়ার ব্যাগ’ রয়েছে কি না৷ এয়ার-ব্যাগ থাকলে দুর্ঘটনা ৯০ শতাংশ এড়ানো যায়৷ অভিষেকের ক্ষেত্রে এই ব্যাগ থাকার ফলে ক্ষতি অনেকটাই কম হয়েছে৷ সেই তথ্য থেকেই নেতা-মন্ত্রীরা এবার আরও বেশি সতর্ক৷ অনেকে আবার গাড়ির চালককে নির্দিষ্ট গতিতে গাড়ি চালাতে নির্দেশ দিয়ে রেখেছেন৷

Advertisement

সিঙ্গুরের সভাস্থলের থেকে কিছুটা দূরে দুর্ঘটনায় পড়তে হয়েছিল অভিষেকের গাড়িটিকে৷ সেই দুর্ঘটনাস্থল ঘিরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আসা কর্মীদের উৎসাহ ছিল৷ কোথায় সেই দুর্ঘটনা হয়েছে, অনেকে জানতে চেয়েছেন৷ নেতারা আবার অভিষেকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন৷ ‘এয়ার ব্যাগ’ না থাকলে অনেককেই দেখা গিয়েছে, সেই ব্যাগ রাখার ব্যবস্থা করছেন৷ যাঁদের এই সুবিধা রয়েছে, তাঁদের কাছেই জেনে নিয়েছেন কোথায় কীভাবে ব্যবস্থা করা যায়৷ অন্যদিকে, ভিভিআইপি-দের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও যাচাই করে নিয়েছেন, কোন ভিভিআইপি-র নিরাপত্তায় কী কী ঘাটতি রয়েছে৷ সেই মতো অনেককেই পরামর্শ দেওয়া হচ্ছে৷ সেই পরামর্শের তালিকার মধ্যে অবশ্য ‘এয়ার ব্যাগ’ ও ‘সিট-বেল্ট’ ব্যবহার রয়েছে৷ শুধু সিঙ্গুর নয়, বিধানসভা বা রাজনৈতিক দলের কার্যালয়েও সতর্কতার ছবি চোখে পড়েছে৷ কলকাতার রাস্তাতেও দেখা গিয়েছে রাস্তায় ও গাড়িতে সতর্ক নেতা-মন্ত্রীদের৷ এদিকে, পুলিশের ট্রাফিক বিভাগ ও পরিবহণ দফতরও বেশ কিছু পরিকল্পনা কার্যকর করতে শুরু করেছে৷ জাতীয় সড়কেই দেখা গেল, আরও বেশি করে বসছে সিসিটিভি৷ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বেড়েছে নজরদারি৷ যান নিয়ন্ত্রণে পেট্রোলিং ভ্যানও বেড়েছে৷ তবু কিছু সাধারণ মানুষকে হেলমেট ছাড়া বাইক চালাতে দেখা যাচ্ছেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement