অর্ণব দাস, বারাসত: রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধনাগারেই থাকতে হবে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রীকে। জেলবন্দি ‘বালু’র শুক্রবার জন্মদিন। ৬৭ বছর বয়সে পা দিলেন। প্রতিবার এই দিনটিকে হইচই করে পালন করতেন তাঁর অনুগামীরা। তবে এবার পরিস্থিতি একেবারে অন্যরকম। মন ভালো নেই মন্ত্রীর অনুগামীদের। তা সত্ত্বেও হাবড়ায় ভবঘুরেদের জন্য ভূরিভোজের আয়োজন করলেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা।
শুক্রবার হাবড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে পুরসভা পরিচালিত বিবেকানন্দ ভবনে থাকা ভবঘুরে আবাসিকদের মধ্যাহ্নভোজের আয়োজন করে পুরসভা। প্রতিবছরই স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীর জন্মদিনে এই আয়োজন করা হয়। ইডির হাতে গ্রেপ্তারের পর জেলবন্দি থাকলেও এদিন বনমন্ত্রীর ৬৭তম জন্মদিন একইভাবে পালন করল পুরসভা। উপস্থিত ছিলেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা-সহ অন্যান্য কাউন্সিলররা।
এদিন ৫৫ জন ভবঘুরেদের দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, কাতলা এবং পাবদা মাছ। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় এবং দই। চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, “মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে প্রতিবছরই আমরা আবাসিকদের দুপুরের আহারের ব্যবস্থা করি। সেই মতো এবছরও করা হল। ঈশ্বরের কাছে ওনার দীর্ঘায়ু কামনা করি। অন্যায়ভাবে ইডি তাঁকে গ্রেপ্তার করেছে। আশা করি উনি সুবিচার পাবেন। নির্দোষ প্রমাণিত হয়ে স্বমহিমায় আবার হাবড়ায় এসে মানুষের জন্য কাজ করবেন।” হাবড়ায় ভূরিভোজের আয়োজন হলেও প্রেসিডেন্সি সংশোধনাগারে অবশ্য আর পাঁচজন বন্দির মতোই বিশেষ দিনটি কাটান জ্যোতিপ্রিয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.