Advertisement
Advertisement
বিজেপি

প্রকাশ্য সভায় বিজেপি নেতাকে খুনের হুমকি, কাঠগড়ায় তৃণমূল

অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের৷

TMC leaders allegedly give death threat to BJP leader
Published by: Tanujit Das
  • Posted:April 18, 2019 2:25 pm
  • Updated:April 23, 2019 5:55 pm

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শাসকদলের রোষের মুখে পড়লেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল৷ অভিযোগ, প্রশাসন ও নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য পথসভায় বিজেপি নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই তৃণমৃল কর্মীর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ শহরের প্রাণকেন্দ্র বাটার মোড় এলাকায়।

[আরও পড়ুন: পুরুলিয়ায় ফের বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ]

Advertisement

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে৷ বাটার মোড়ের প্রকাশ্য পথসভায় স্থানীয় তৃণমূল নেতা তথা বনগাঁ পুরসভার পুরপিতা শংকর আঢ্যর বিরুদ্ধে নাম না করে তীব্র আক্রমন শানান বিজেপি নেতা দেবদাস মণ্ডল৷ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই নেতার বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ তোলেন তিনি৷ এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে, মঙ্গলবার সন্ধ্যায় ওই স্থানে পথসভা করে তৃণমূল৷ অভিযোগ, সেখান থেকে দেবদাস মণ্ডলকে খুনের হুমকি দেয় শংকর আঢ্যর আস্থাভাজন এলাকার দুই তৃণমূল নেতা দেয় খগেন পাল ও দিলীপ বিশ্বাস৷ এবং এই ঘটনার পর থেকেই ভীত ও স্বন্ত্রস্ত হয়ে রয়েছেন বিজেপি নেতা৷ প্রাণ সংশয় ভুগছেন তিনি৷ বিষয়টি নির্বাচন কমিশনে জানানোর পাশাপাশি প্রশাসনিক নিরাপত্তার দাবি করেছেন দেবদাস মণ্ডল৷

[আরও পড়ুন: সাম্প্রদায়িক উসকানি ছড়াচ্ছেন বাবুল, কমিশনে অভিযোগ ছাত্র সংগঠনের ]

তিনি জানান, অভিযুক্ত দুই তৃণমূল কর্মী গত পঞ্চায়েত নির্বাচনের সময়ও বাগদার আমডোব এলাকায় ভোট লুট করতে যান৷ সেই সময় তাদের বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগও হয়৷ কিন্তু এখনও পর্যন্ত প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, বনগাঁ শহরের যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ ঘোষ৷ তিনি বলেন, ‘‘ওই বিজেপি নেতার সঙ্গে আগে যারা ঘুরে বেরাত তারা এখন পিছন থেকে সরে গিয়েছেন৷ ওনার মুখোশ খুলে গিয়েছে৷ তাই প্রাণনাশের গল্প ফেঁদে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন উনি৷’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement