Advertisement
Advertisement

কোচবিহারে ফের দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূল নেতা, এলাকায় উত্তেজনা

পলাতক অভিযুক্ত।

TMC leader shot dead in Cooch Behar
Published by: Shammi Ara Huda
  • Posted:September 8, 2018 2:08 pm
  • Updated:September 8, 2018 2:08 pm  

বিক্রম রায়, কোচবিহার: কোচবিহারে দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূলের বুথ স্তরের নেতা। মৃতের নাম মুজিবর মিঞা (৪৫)। সমাজবিরোধী এলাকায় ঢুকেছে এমন অভিযোগে প্রতিবাদে সরব হন স্থানীয়রা। সেখানেই ছিলেন মুজিবর মিঞা। অভিযোগ, এই বিক্ষোভের মধ্যেই আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতী অর্জুন মণ্ডল। গুলি লাগার সঙ্গেসঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল নেতার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের সিতাইয়ে।

এমনিতেই পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা কোচবিহার। সম্প্রতি সিতাই এলাকায় আত্মীয়ের বাড়িতে এসে ওঠে স্থানীয় কুখ্যাত সমাজবিরোধী অর্জুন মণ্ডল। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বোর্ড গঠনের দিন অশান্তি বাধাতেই এলাকায় এসেছে অর্জুন। শুক্রবার রাতে ক্ষুব্ধ বাসিন্দারা অর্জুনের উপস্থিতির প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় বিপাকে পড়ে যায় ওই দুষ্কৃতী। সে পালাতে চেষ্টা করলে রীতিমতো ঘেরাও হয়ে যায়। অভিযোগ, তখনই নিরাপদ দূরত্বে পালিয়ে যেতে সঙ্গে থাকা বন্দুক থেকে গুলি ছোঁড়ে সে। সেই গুলিই এসে লাগে তৃণমূল নেতা মুজিবর মিঞার মাথায়। ঘটনাস্থলে বিক্ষোভ নিয়ন্ত্রণে উপস্থিত ছিলেন তিনি। আচমকা গুলি লাগায় সঙ্গেসঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে গুলি লাগার পরেপরেই বেগতিক বুজে এলাকা ছেড়ে চম্পট দেয় অর্জুন। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা।

Advertisement

[একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য পুরুলিয়াতে]

এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, ‘দুষ্কৃতীরা গুলি করে মুজিবরকে মেরেছে। খুব শিগগির যাতে অভিযুক্ত ধরা পড়ে তারজন্য পুলিশকে বলেছি।’ কোচবিহারের এসপি ভোলানাথ পাণ্ডে জানান, এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থমথমে এলাকায় নিয়ন্ত্রণ রাখতে  পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে মুজিবর মিঞা খুনের ঘটনায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। অভিযোগ, দলীয় কোন্দলের জেরেই মৃত্যু হয়েছে বুথ স্তরের ওই নেতার। কেননা পলাতক অভিযুক্ত অর্জুন মণ্ডল যুব তৃণমূলের নেতা। তার নামে তোলা আদায় থেকে শুরু করে নানারকম সমাজবিরোধী মূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। যদিও বিষয়টি নিয়ে মুখ কুলুপ এঁটেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

[ফের ভুল ঘোষণায় ধুন্ধুমার সোদপুর স্টেশনে, রেল অবরোধ নিত্যযাত্রীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement