Advertisement
Advertisement

Breaking News

মধ্যমগ্রামে খুন তৃণমূল নেতা, কারখানার সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

খুনের কারণ নিয়ে ধোঁয়াশা৷

Published by: Tanumoy Ghosal
  • Posted:July 29, 2018 12:48 pm
  • Updated:July 31, 2018 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে খুন তৃণমূল কংগ্রেস নেতা৷ রবিবার সকালে কারখানার সেপটিক ট্যাঙ্ক থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ৷ মৃতের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গিযেছে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রথমে ওই তৃণমূল নেতার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে আততায়ীরা৷ এরপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়৷ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মধ্যমগ্রাম থানার পুলিশ৷ কারখানার সিসিটিভিতে এক সন্দেহভাজনের গতিবিধি ধরাও পড়েছে বলে জানা গিয়েছে৷

[ রেড রোডে বাজ পড়ে মৃত্যু যুবকের, গুরুতর আহত তরুণী]

Advertisement

মৃতের নাম সুদীপ দাস৷ মধ্যমগ্রামে পুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন তিনি৷ এলাকায় অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন সুদীপবাবু৷ তাঁর কোনও শক্র ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ মধ্যগ্রামের বাগবেড়িয়ার এক কারখানার নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওই তৃণমূল নেতা৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, রোজকার মতোই শনিবার সকালে কারখানায় গিয়েছিলেন সুদীপবাবু৷ কিন্তু, দুপুর আর বাড়ি ফেরেননি তিনি৷ সন্ধ্যায় সুদীপ দাসের নামে মধ্যমগ্রামে থানার নিখোঁজ ডায়েরি করেন পরিবারে লোকেরা৷ যে কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন, রবিবার ভোরে সেই কারখানার সেপটিক ট্যাঙ্কে তাঁর ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়৷ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মধ্যমগ্রামে৷

কিন্তু, কারা খুন করল তৃণমূল নেতা সুদীপ দাসকে? কেনই বা খুন হলেন তিনি? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এলাকায় সুদীপ দাসের কোনও শক্র ছিল না৷ জমি নিয়ে একজনের সঙ্গে বিবাদ ছিল বটে৷ তবে তা মিটিয়ে গিয়েছিল৷ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মধ্যমগ্রাম থানা পুলিশ৷ কারখানার সিসিটিভি এক ব্যক্তির গতিবিধি ধরা পড়েছে বলে জানা গিয়েছে৷

[ উলুবেড়িয়া নয়, ডায়মন্ড হারবারের মাটিতেই এবার গড়ে উঠছেন দুর্গা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement