Advertisement
Advertisement
Mamata Banerjee

‘প্রচারে বাধা দিতেই আমার উপর হামলা’, বলরামপুরের সভা থেকে বিস্ফোরক মমতা

'আমি স্ট্রিট ফাইটার, ভাঙব তবু মচকাবো না', চ্যালেঞ্জ মমতার।

TMC leader Mamata Banerjee is at Balarampur in Purulia ahead of WB Assembly Election 2021 | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 15, 2021 1:47 pm
  • Updated:March 15, 2021 3:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারে পুরুলিয়ার বাঘমুন্ডি ও বলরামপুরে জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। হুইলচেয়ারে বসে কী বার্তা দিলেন তৃণমূল নেত্রী?

  • গত ১৩-১৪ পুরুলিয়ায় আমার বৈঠক ছিল। কিন্তু আমি করতে পারিনি। ১০ তারিখের একটি ঘটনায় পায়ে চোট লাগে। সারা শরীরে চোট লেগেছে। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি সেদিন। 
  • প্লাস্টার পায়ে হাঁটাচলা করতে পারছি না। তবু সামনে নির্বাচন। কেউ কেউ মনে করেছিল পায়ে চোট নিয়ে আমি বেরতে পারব না।  কিন্তু সেটা হওয়ার নয়। আমার চেয়ে সাধারণ মানুষের যন্ত্রণা অনেক বেশি। 
  • একসময় অযোধ্যা পাহাড়ে অনেক সন্ত্রাস ছিল। এখন এই পাহাড় পর্যটকদের প্রিয় স্থান। গত কয়েক বছরে অযোধ্যা পাহাড়ের অনেক উন্নয়ন হয়েছে।
  • তৃণমূল সরকার থাকলে বিনা পয়সায় রেশন পাবেন আপনারা। বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। 
  • বিরসা মুণ্ডার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে। রঘুনাথ মূর্মূর নামে ক্যাম্পাস তৈরি হয়েছে। কুর্মি ভাষার বোর্ড তৈরি হয়েছে।  গত কয়েক বছরে কয়েক লক্ষ শংসাপত্র দেওয়া হয়েছে।
  • বাংলা একমাত্র রাজ্য যাঁরা সাঁওতালিদের জমির অধিকার বাঁচানোর জন্য আইন এনেছি। জওহরস্থানের পাট্টা দিয়েছি।
  • আমাদের সরকার যা করেছে, বিশ্বের কোনও সরকার এটা করতে পারেনি। 
  • বাঘমুণ্ডিতে জল সরবরাহের কাজ চলছে। এর পর পুরুলিয়াতে আর জলের সমস্যা থাকবে না। 
  • বিজেপি একটা দল যাঁরা গ্যাস-ডিজেল-পেট্রলের দাম বাড়িয়ে যাচ্ছে।  রেশনে বিনা পয়সায় চাল পাচ্ছেন, কিন্তু তা রান্না করতে ৮০০ টাকা দিয়ে গ্যাস কিনতে হয়েছে। রেশনে কেরোসিন পাওয়া যাচ্ছে না। উজ্জ্বলার নামে দুর্নীতি হয়েছে।
  • টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি। টাকার বিনিময়ে নিজের চরিত্র, মনুষ্যত্ব বিক্রি করবেন না। বিজেপি এত টাকা কোথায় পেলে? নোটবন্দি করে প্রচুর টাকা কামিয়েছ। সেই টাকা দিয়ে ভোট কিনছেন। ব্যাংক, সরকারি সংস্থা বিক্রি করে দিচ্ছে।
  • বিজেপিকে একটি ভোটও নয়। ওদের আজসুকে একটা ভোটও নয়। কংগ্রেসকে ভোট নয়। এখানে কংগ্রেস-সিপিএম বিজেপির দালালি করে।
  • তৃণমূল কংগ্রেস কর্মীরা অনেক শক্তিশালী। আমার মাথা ফাটিয়ে দিয়েছে তবু লড়াই করে যেতে পারি। যাঁরা এখনও অভিমান করে বসে আছেন, তাঁরা বেরিয়ে আসুন। লড়াই করুন।
  • ওঁদের প্রধানমন্ত্রী তো সরকার চালাতে পারে না। গণতন্ত্র নেই। যাঁরা বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে এজেন্সি লেলিয়ে দিল। 
  • আমাকে আক্রমণ করলে আমার ভাই-বোনেরা জোট বেঁধে জবাব দেবে।
  • পরিযায়ী শ্রমিকরা যখন এসেছিল তাঁদের একটা ভাড়াও দেয়নি। আমরা সবার জন্য কাজ করেছি। 
  • বিজেপির ন্যাকা কান্নায় ভুলবে না। পাঁচতারা হোটেল থেকে খাবার কিনে আনে। বাড়িগুলি কিছুদিনের জন্য বাড়ি ভাড়া নেয়।
  • আমাক পা ঠিক থাকবে। আপনাদের পা ঠিক থাকবে তো?
  • বিজেপিকে লড়াইয়ের ময়দানে জবাব দেব।
  • আমরা এত উন্নয়ন করব যাতে সারা পৃথিবীতে পুরুলিয়ার নাম ছড়িয়ে পড়ে। 
  • কেউ ভোট দখল করতে এলে, হাতা-খুন্তি নিয়ে মা বোনেরা তেড়ে যান।
  • আমি স্ট্রিট ফাইটার। রাস্তায় নেমে লড়াই করব।
  • অতীতে অনেক মার সহ্য করেছি। আমি ভাঙি তবু মচকাই নই। 
  • কারও কাজে কষ্ট পেলে মুখ ফেরাবেন না। তাঁরা নিজের ভুল শুধরে নেবেন। দলের নির্দেশ আছে। 
  • আমার প্রচারে বাধা দিতেই আমার উপর হামলা। আমাকে এভাবে চুপ করানো যাবে না।
  • সাংসদ হয়ে ডুগডুগি বাজিয়েছেন, এবার বিধায়ক ভোটে লড়ে ভরাডুবি হবে।
  • সীমান্ত দিয়ে লোক ঢুকিয়ে ভোট লুঠের চেষ্টা চলছে। সীমান্তে নজর রাখুন।

 

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement