সৈকত মাইতি, তমলুক: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে গ্রামে গিয়ে রাত্রিবাস ‘দিদির দূত’ কুণালের। বুধবার দিনভর কর্মসূচির পর পাঁশকুড়ার মঙ্গলদাঁড়িতে স্থানীয় বাসিন্দার বাড়িতে রাত্রিবাস করেন তিনি। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হানিফ মহম্মদ রান্না করা খাবার খেয়ে সারেন নৈশভোজ। বৃহস্পতিবার সকালেও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
বুধবার পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের মহাপুর, বিজাহারপুর, রাজনগর স্কুল, গোবিন্দ নগরে যান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রাতে পাঁশকুড়ার মঙ্গলদাঁড়ির বাসিন্দা সুদর্শন মান্নার বাড়িতে রাত্রিবাস করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সেখানেই দফায় দফায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক সারেন কুণাল। রাতে সুদর্শন মান্নার বাড়িতেই সারেন নৈশভোজ। মেনুতে ছিল রুটি, তরকা এবং মাংস। মাংস রান্না করেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হানিফ মহম্মদ। দলীয় কর্মীর হাতের রান্না করা খাবার খেয়ে আপ্লুত কুণাল ঘোষ।
এরপর বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ মঙ্গলদাঁড়ি বাজার এলাকার হনুমান মন্দিরে যান কুণাল। সেখানে পুজো দেন। অঞ্জলিও দেন তিনি।
স্থানীয় দলীয় কার্যালয়েও যান তিনি। স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে যুগনায়ককে শ্রদ্ধাজ্ঞাপন করেন কুণাল।
বিজেপির বিরুদ্ধে ধর্মীয় ভেদাভেদের অভিযোগ তুলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, “বিজেপি যে হিন্দুত্ব করছে সেটা রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব নয়। ওটা ভেজাল, মেকি হিন্দুত্ব। হিন্দুত্ব একথা শেখায় না যে সমাজে ধর্মের নামে ভেদাভেদ করতে হবে। স্বামীজির জন্মতিথিতে একদিকে উন্নয়ন আর অন্যদিকে স্বামীজির চোখ দিয়ে সমাজকে দেখে মানুষকে সেবা দেবে। মুখ্যমন্ত্রীও বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী। মানবসেবার কথা মাথায় রেখে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে জনসংযোগে বিশেষ জোর তৃণমূলের। আর সেকথা মাথায় রেখে রাজ্যের শাসকদলের নয়া কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’। এলাকার বাসিন্দাদের সমস্যার কথা জানতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ‘দিদির দূত’রা। অভাব অভিযোগের কথা জনপ্রতিনিধিদের বলার সুযোগ পেয়ে খুশি স্থানীয়রা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.