চঞ্চল প্রধান, হলদিয়া: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রণকৌশল তৈরি করতে ব্যস্ত শাসক-বিরোধী উভয়পক্ষই। শুক্রবার হলদিয়ায় দলীয় বৈঠক সারলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। করলেন জনসভাও। কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে আরও একবার সুর চড়ালেন তিনি। তুলে ধরলেন রাজ্যের জনমুখী প্রকল্পের কথাও।
শুক্রবার কুণাল ঘোষ হলদিয়ায় পৌঁছে প্রথমে দলীয় বৈঠক করেন। এদিনের রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন হলদিয়া ব্লক তৃণমূল ও শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ঘায়েল করতে একজোট হয়ে দলীয় কর্মীদের কাজ করার বার্তা দেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক। এরপর হলদিয়া টাউনশিপের মোহনা মার্কেটে প্রকাশ্য সমাবেশ করেন তিনি। কুণাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকেই। মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কুণাল। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ করেন তিনি।
বাংলাবাসীর কথা ভেবে একাধিক জনমুখী প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। এদিনের জনসভার মঞ্চ থেকে রাজ্যের জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন কুণাল ঘোষ। তৃণমূল সরকারের আমলে রাজ্যের কারখানাগুলিতে আবারও নব উদ্যমে কাজ শুরু হয়েছে বলেই জানান আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিনে প্রকাশ্য সমাবেশে ভিড় ছিল চোখে পড়ার মতো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.