প্রতীকী ছবি
দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভোটের ফলপ্রকাশের পরই খুন তৃণমূল নেতা। পিটিয়ে খুনের অভিযোগ প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ সাহাকে। মঙ্গলবার সন্ধে নাগাদ লোকসভা ভোটের ফলাফল বের হয়েছে। অধিকাংশ আসনেই সবুজ ঝড়! এর পরেই খুনের ঘটনা ঘটল সোনারপুর উত্তর বিধানসভার নরেন্দ্রপুর (Narendrpur)থানার খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের জেলেভেড়িতে। এই পঞ্চায়েতেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন মৃত প্রসেনজিৎ সাহাকে।
স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) ফলাফল ঘোষণা হওয়ার পরেই বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় প্রসেনজিৎকে। তার পর রাস্তায় কোদালের বাঁটা দিয়ে মাথায় মারা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘাতকরা এর পর পালিয়ে যায়। এলাকার মানুষ তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারে একটা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত (Death) বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, প্রসেনজিৎ পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন। তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি তিনি। তার পরও অবশ্য তৃণমূলের (TMC) সঙ্গেই ছিলেন প্রসেনজিৎ। এলাকায় দলের কাজ করতেন। কে বা কারা তাঁকে এভাবে খুন করল, তা বুঝতে পারছেন না কেউই। তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে দলের সহকর্মীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.