প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে ঢুকে তৃণমূল যুবনেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হল। তাঁর পরিবারের সদস্যদের উপরেও চলল হামলা। গুরুতর জখম অবস্থায় ওই যুবনেতা হাসপাতালে ভর্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। বৃহস্পতিবার গভীর রাতে ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অবৈধভাবে জমি দখলের প্রতিবাদ করেছিলেন তৃণমূলের যুবনেতা। সে কারণেই কি এই হামলা? সেই প্রশ্ন উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট এক নম্বর ব্লকের সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের বাঁশঝাড়ি এলাকার যুবনেতা আবদুল কাদের মোল্লা। স্ত্রী, মা ও ছয় বছরের সন্তানকে নিয়ে তিনি থাকেন। গতকাল গভীর রাতে ১০-১২ জন দুষ্কৃতী তাঁদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে ঢুকে আবদুল কাদের মোল্লাকে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে একাধিক কোপ মারা হয়।
আবদুলকে বাঁচাতে ছুটে আসেন মা ও স্ত্রী। তাঁদেরও যথেচ্ছ মারধর করা হয়। চিৎকার, আর্তনাদে আশপাশের প্রতিবেশীরা সেখানে জড়ো হয়েছিলেন। তখন দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। মোট পাঁচ রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা সেখান থেকে এলাকা ছেড়ে পালায় বলে দাবি স্থানীয় ও আক্রান্ত পরিবারের। স্থানীয়রাই রক্তাক্ত তৃণমূল যুবনেতা ও পরিবারের অন্যান্যদের উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু আবদুল কাদের মোল্লার শারীরিক অবস্থা গুরুতর থাকায় তাঁকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
কিন্তু কেন এই হামলা? কারা এই হামলা চালালেন? সেই প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, অবৈধভাবে জমি দখলের প্রতিবাদ করেছিলেন আবদুল কাদের মোল্লা। সেজন্যই কি এই হামলা চলল? সে কথাও উঠছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.