Advertisement
Advertisement

Breaking News

TMC

নিখোঁজ ছেলেকে উদ্ধারে সাহায্য BJP বিধায়কের, ‘কৃতজ্ঞতা’য় দলবদল TMC পঞ্চায়েত সদস্যের

দেবের গড় ঘাটালে উলটপুরাণ!

TMC leader in Ghatal joins BJP | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 29, 2023 11:20 am
  • Updated:October 29, 2023 11:20 am  

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: দেবের গড় ঘাটালে উলটপুরাণ! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিজয়ী পঞ্চায়েত সদস্য়। তাঁর নিখোঁজ ছেলেকে উদ্ধারে সর্বতো সাহায্য করেছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক। শনিবার ছেলেকে ফিরে পাওয়ার পরই রবিবার সকালে ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন তৃণমূলের টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য় তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের ইরপাড়া পঞ্চায়েত এলাকায়।

ঘাটাল ব্লকের ইরপাড়া পঞ্চায়েত ছিল বিজেপির দখল। উপসমিতি গঠনের আগে বিজেপির এক সদস্য তৃণমূলে যোগ দেন। এ নিয়ে চূড়ান্ত গন্ডগোল বাঁধে ঘাটাল এলাকায়। রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি-তৃণমূল। এর ফলে উপ সমিতি গঠন প্রক্রিয়া বন্ধ ছিল। এর মাঝেই তৃণমূলে জয়ী সদস্য় বিজেপিতে যোগ দিলেন।

Advertisement

[আরও পড়ুন: পরপুরুষে মজে স্ত্রী! সন্দেহের বশে অ্যাসিড হামলা স্বামীর, আক্রান্ত মেয়ে ও একরত্তি নাতিও]

শিবির বদল করা দীপক ভট্টাচার্যের ছেলে দিন তিনেক আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁকে উদ্ধার করতে দলের সাহায্য় চেয়েছিলেন পঞ্চায়েত সদস্য। অভিযোগ, দলের তরফে উপযুক্ত সাহায্য করেনি। উলটে স্থানীয় বিজেপি বিধায়ক শীতল কপাট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। অবশেষে শনিবার হাওড়া থেকে পঞ্চায়েত সদস্যের ছেলেকে উদ্ধার করা হয়। এর পর রবিবার সকালে বিধায়কের হাত ধরে বিজেপিতে যোগ দেন তৃণমূল সদস্য।

[আরও পড়ুন: মধুচক্রের প্রতিবাদ করায় চলন্ত বাইকে লাথি! নদিয়ায় বেঘোরে প্রাণ গেল যুবকের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement