ছবি: প্রতীকী।
রিন্টু ব্রহ্ম, কালনা: কখনও গভীর রাতে, কখনও ভোর রাতে৷ তৃণমূল নেতাকে ফোন করে শোনানো হচ্ছে বন্দুক থেকে গুলি ছোঁড়ার শব্দ। স্টেনগান থেকে মুহুর্মুহু গুলি চালানোর আওয়াজ। আবার কখনও ‘জয় শ্রীরাম’ স্লোগান৷ আকার ইঙ্গিতে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি৷ এবং সমস্ত ঘটনাকে কেন্দ্র করে তিতিবিরক্ত পূর্ব বর্ধমানের কালনা-২ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি প্রণব রায়। শেষমেশ বিজেপির আইটি সেলের বিরুদ্ধে হুমকির অভিযোগে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি।
[ আরও পড়ুন: মন্দিরের মূর্তিতে দেওয়া যাবে না সিঁদুর, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের ]
প্রণববাবুর দাবি, কিছুদিন ধরেই এই ধরনের ভুয়ো ফোনের হুমকিতে আতঙ্কিত তিনি। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন বলেই তাঁকে এভাবে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপির আইটি সেল। তবে এ সমস্ত বিষয় তাঁকে কোনওভাবেই টলাতে পারবে না৷ এজন্যই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন৷ এবং কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ তৃণমূল সূত্রে খবর, লোকসভা নির্বাচনের পর থেকেই প্রণব রায়কে একাধিক অজ্ঞাত নম্বর থেকে এমন উড়ো ফোন করা হচ্ছে। একটা নম্বর ব্লক করলে আবার অন্য নম্বর থেকে ফোন করে বিরক্ত করা হচ্ছে৷ বন্দুক, স্টেনগান থেকে গুলি চলার শব্দ শুনিয়ে প্রচ্ছন্নে হুমকি দেওয়া হচ্ছে৷ সব মিলিয়ে মোট ১৯টি ফোন নম্বর পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি৷
[ আরও পড়ুন: অস্ত্র আইনে গ্রেপ্তার বিজেপির সংখ্যালঘু নেতা, বিক্ষোভে গেরুয়া শিবির ]
ঘটনার সমালোচনা করেছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দেবু টুডু৷ তিনি বলেন, ‘‘কালনা-২ ব্লকে যাদের রাজনৈতিক জমি নেই, তারাই মদ্যপদের দিয়ে এ কাজ করাচ্ছে। আইন আইনের পথে চলবে। তবে ব্লকের সাধারণ মানুষ ওদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের পথে হাঁটবে৷’’ যদিও শাসকদলের সমস্ত অভিযোগ উড়িয়েছে জেলা বিজেপির আইটি সেল। তাদের দাবি, এসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে৷ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির আইটি সেলের ইনচার্জ অরিন্দম কুণ্ডু বলেন, ‘‘এগুলি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জের। এর সঙ্গে বিজেপির আইটি সেলের কোনও যোগ নেই। আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.