Advertisement
Advertisement
TMC

ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ! কুকীর্তি ফাঁস হতেই জেলা পরিষদ সদস্যকে সাসপেন্ড তৃণমূলের

দলীয় কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না অভিযুক্ত।

TMC leader from Murshidabad suspended for allegedly physically harrasing woman | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 6, 2023 6:38 pm
  • Updated:November 6, 2023 8:48 pm  

কল্যাণ চন্দ, বহরমপুর: ধর্ষণের অভিযোগ উঠেছিল। থানায়ও দায়ের হয় অভিযোগ। সেই কুকীর্তি জন্য় এবার মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যকে সাসপেন্ড করল তৃণমূল (TMC)। সোমবার একথা জানিয়েছেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়।

৫৬ নং মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমুল সদস্য বাবর আলি শেখকে এদিন সাসপেন্ড করল জেলা তৃণমূল। কান্দি মহকুমার ভরতপুরের ওই জেলা পরিষদ সদস্যর বিরুদ্ধে মহিলা নির্যাতনের অভিযোগ ওঠে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক গৃহবধূকে দিনের পর দিন ভয় দেখিয়ে ধর্ষণ করেছিলেন জেলা পরিষদের তৃণমূলের বাবর। থানায় অভিযোগ দায়ের হয়। শুরু হয় তদন্তে। এর পর দলের তরফেও কড়া পদক্ষেপ করা হল।

Advertisement

[আরও পড়ুন: খাদ্যদপ্তর বলছে এক, ডিলাররা বলছেন আরেক! ‘হাওয়ায় মিলিয়ে যাচ্ছে’ আমজনতার রেশন]

স্থানীয় থানায় অভিযোগের ভিত্তিতে তৃণমূলের অন্দরে শুরু হয় আলোচনা। রাজ্যস্তরে আলোচনার পর ওই তৃণমূল জেলা পরিষদ সদস্যকে দল থেকে সাসপেন্ড করা হল বলে জানিয়েছেন শাওনি সিংহ রায়। সোমবার সন্ধেয় বহরমপুর দলীয় তৃণমূল কার্যালয়ে শাওনি বলেন, “কোনও অন্যায় কাজকে কোনওভাবেই সমর্থন করে না তৃণমূল। ফলে মহিলা নির্যাতনের মামলায় অভিযুক্ত ওই জেলা পরিষদ সদস্যকে সাসপেন্ড করা হল। আজ থেকে দলীয় কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না বাবর আলি শেখ।”

[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলা: মিলল না স্বস্তি, জ্যোতিপ্রিয়কে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement