সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছর হয়ে গিয়েছে স্কুলে যান না। তবে নিয়মিত বেতন পাচ্ছেন তৃণমূল নেতা হিসেবে পরিচিত ওই শিক্ষক। তাহলে কি বন্ধ ক্লাস? নাহ, ক্লাস চলছে। ভাসুরের হয়ে নিত্য ক্লাস নিচ্ছেন ভাইয়ের স্ত্রী। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) চণ্ডীপুরের ভগবানখালি নিউ প্রাইমারি স্কুল।
বিষয়টা ঠিক কী? অভিযুক্ত শিক্ষকের নাম স্বপন প্রধান। তাঁর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। স্থানীয়দের অভিযোগ, স্বপনবাবু বছরের পর বছর স্কুলে যান না। তাঁর বদলে নিয়মিত স্কুলে যান ভাইয়ের স্ত্রী অমিতা প্রধান। তিনি শুধু ক্লাস নেওয়াই নয়, প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেন। বিষয়টা জানলেও কেউই কিছু বলতেন না কারণ, তৃণমূল নেতার বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না তাঁদের। অভিভাবকদের কথায়, “উনি স্কুলে আসেন না। মাসে দু-একদিন এলেও ক্লাস নেন না। এক মহিলা তাঁর বদলে পড়ান। হয়তো রাজনৈতিক ব্যক্তিত্ব বলে সময় দিতে পারেন না।”
যদিও অভিযোগ মানতে নারাজ ওই তৃণমূল নেতা। তাঁর কথায়, তিনি স্কুলে আসেন কি না, তা বলবে রেজিস্ট্রার। স্বপনবাবুর দাবি, ওই মহিলা বাচ্চাদের পড়াতে ভালোবাসেন। সেই কারণে বিনামূল্যে পড়াতে আসেন। এবিষয়ে যদিও ডিআই পঙ্কজ সর্দার বলেন, “এনকোয়ারি করে একটা রিপোর্ট এসেছিল। সেই রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষককে শোকজ নোটিস পাঠিয়েছি। এরপর আমরা আইননানুগ ব্যবস্থ নেব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.