Advertisement
Advertisement
কাটমানি

কাটমানি দিতে অস্বীকার, সোনারপুরে তৃণমূল নেতার হাতে আক্রান্ত ভাইবোন

মেরে মহিলার হাত ভেঙে দেওয়ার অভিযোগ৷

TMC leader assaults family for refusing to pay cut money
Published by: Sucheta Sengupta
  • Posted:July 2, 2019 11:02 am
  • Updated:July 2, 2019 11:05 am  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: নিকাশি নালার জন্য কাটমানি নেওয়ার অভিযোগে এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকা৷ বেআইনিভাবে ২০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে৷ আর তা দিতে অস্বীকার করায় মারধর চলে বলেও অভিযোগ৷ বেদম প্রহার থেকে ভাইকে বাঁচাতে গিয়ে জখম দিদিও৷ সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে সোনারপুরের নতুনপল্লি৷

[আরও পড়ুন: গতি নিয়ন্ত্রণ না হওয়াতেই হাতির মৃত্যু,ডুয়ার্সের ঘটনায় রেলকে দায়ী করল বনদপ্তর]

নতুনপল্লির বাসিন্দা দেবাশিস পাল জানিয়েছেন, নিকাশি ব্যবস্থার কাজ চলছে তাঁর বাড়ির সামনে৷ সেই হাইড্রেনের বাড়ির নালার একটা সংযোগ করে একটি পাইপ বসাতে চেয়েছিলেন তিনি৷ তা রাজপুর-সোনারপুর পুরসভায় জানাতে গেলে, ১২ নং ওয়ার্ডের তৃণমূল নেতা দীপক ঘোষ ২০ হাজার টাকা চান বলে অভিযোগ৷ দেবাশিসবাবু সেই টাকা দিতে অস্বীকার করেন৷ দেবাশিস পালের দাবি, সোমবার রাতে দীপক ঘোষ দলবদল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন। শুরু হয় মারধর৷ ভাইকে এভাবে মার খেতে দেখে ঘরে বসে থাকতে পারেননি দেবাশিসবাবুর দিদি রুমা রায়৷ তিনিও বেরিয়ে এসে আটকাতে যান৷ তাতে ফল হয় আরও খারাপ৷ রুমাদেবীকে মেরে হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ৷

Advertisement

গোটা বিষয়টি জানিয়ে সোনারপুর থানায় অভিযোগ করেছেন দেবাশিস পাল৷ পালটা অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা দীপক ঘোষও৷ মারধরের কথা অস্বীকার করে তাঁর পালটা অভিযোগ, দেবাশিসবাবু সরকারি কাজে বাধা দিচ্ছিলেন৷ তারই প্রতিবাদ করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ৷

[আরও পড়ুন: সাপের কামড়ে মৃত কিশোরী, ‘প্রাণ’ ফেরাতে দেহ বাড়িতে এনে দু’দিন ধরে ঝাড়ফুঁক!]

দিন কয়েক আগেই কাটমানি নেওয়ার অভিযোগে রাজপুর-সোনারপুর পুরসভার উপপুরপ্রধান শান্তা সরকার অপসারিত হন৷ বিশৃঙ্খলা দেখা দেয় এই পুরসভায়৷ পুরএলাকার বাসিন্দারা চিন্তিত হয়ে পড়েন, ঘটনার জেরে নাগরিক পরিষেবা ঠিকমতো পাবেন কি না, তা ভেবে৷ এরপর এই এলাকাতেই নিকাশি নালার কাজ চলাকালীন সেখানকার তৃণমূল নেতার বিরুদ্ধেই টাকা চাওয়ার অভিযোগ উঠল৷ কাটমানি বিক্ষোভের মাঝেই এই ঘটনা সাধারণের ক্ষোভ আরও উসকে দিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement