Advertisement
Advertisement
Arup Roy Rajib Banerjee

‘চোরের মায়ের বড় গলা’, নাম না করে বেসুরো রাজীবকে খোঁচা অরূপ রায়ের

'নখ থেকে চুল পর্যন্ত দু্র্নীতিতে ভরা', মন্ত্রীকে খোঁচা বর্ষীয়ান নেতার।

TMC leader Arup Roy indirectly slams Rajib Banerjee ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 6, 2020 1:59 pm
  • Updated:December 6, 2020 2:01 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের অন্দরে ক্রমশ চওড়া হচ্ছে ফাটল। সদ্যই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নেমেছিলেন ফিরহাদ হাকিম। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের তৃণমূলের অন্দরে অস্বস্তি। এবার নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) খোঁচা দিলেন অরূপ রায়।

রবিবার অরূপ রায় (Arup Roy) বলেন, “চোরের মায়ের বড় গলা। যারা যত বেশি ব্ল্যাকমেলার। ব্ল্যাকমেল করে বড় পদ পাওয়া। ভাঙা কাঁসির আওয়াজ বেশি বলে না। যাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দু্র্নীতিতে ভরা তারা বেশি চিৎকার করে। তাতে কিছু যায় আসবে না। যোগ্যতার থেকে অনেক বেশি তাকে দিয়েছে দল।” যদিও অরূপ রায় তাঁর মন্তব্যের মাঝে একবারও বনমন্ত্রীর নাম উল্লেখ করেননি। তবে রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের মধ্যে সম্পর্ক যে ভাল নয় তা সকলেরই জানা। আর বেসুরো রাজীবকে আক্রমণ শানাতে গিয়ে যেন সেই দ্বন্দ্বই আরও প্রকট হল।

Advertisement

[আরও পড়ুন: জলাধারে সেলফি তুলতে যাওয়াই কাল! তলিয়ে গেলেন দুর্গাপুরের ২ যুবক]

সদ্যই মন্ত্রিত্ব ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। তাঁর দলবদলের জল্পনা এখনও অব্যাহত। তারই মাঝে তৃণমূলের কোর কমিটির বৈঠকে এ ব্যাপারে বেশ কড়া মনোভাব পোষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আবার এদিকে দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করার পর বর্তমানে দলবদল করে ফেলেছেন বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami)। নির্বাচনের প্রাক্কালে তিনি নাম লিখিয়েছেন বিরোধী গেরুয়া শিবিরে। মৌসম বেনজির নূরকে নিয়েও তৈরি হয়েছিল নানা গুঞ্জন। যদিও তিনি নিজেই সাংবাদিক বৈঠক করে সে গুঞ্জনের ইতি টেনেছেন। আর বেসুরোদের ভিড় দিনদিন বাড়ছে। শীলভদ্র দত্ত, অতীন ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সেই তালিকায় নাম জুড়েছেন। এদিকে, বেসুরো কথা বলার পরই উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টারও পড়েছে। আর এই প্রেক্ষাপটে নাম না করে অরূপ রায়ের খোঁচা যে তৃণমূল শিবিরে আরও অস্বস্তি বাড়ল, তা বলাই যায়।

[আরও পড়ুন: রেল অবরোধের জের, সভায় যোগ দিতে শিলিগুড়ি যাওয়ার পথে দীর্ঘক্ষণ আটকে বিমল গুরুং]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement