দীপঙ্কর মণ্ডল, বোলপুর: লোকসভা নির্বাচনের পর দিল্লির মসনদে কে বসবে? কে হাসবে শেষ হাসি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এই কঠিন প্রশ্নেরই সহজ উত্তর দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ বৃহস্পতিবার, বোলপুরে নিজের বাড়িতে সংবাদ প্রতিদিন ডিজিটালের ফেসবুক লাইভে তাঁর চ্যালেঞ্জ, পশ্চিমবঙ্গে বিজেপি একটিও আসন পাবে না৷ এমনকী গোটা দেশে যদি ১২০টির বেশি আসন পায় গেরুয়া শিবির, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ঘাসফুল শিবিরের সেনাপতি৷
কথাই একমাত্র ইউএসপি অনুব্রত মণ্ডলের৷ তাঁর দাওয়াই রাজনীতির ময়দানে বেশ পরিচিত৷ বাক্যবাণ দিয়েই বরাবর বিরোধীদের ঘায়েল করেছেন তিনি৷ পাচন, ধূপকাঠি দিয়ে ভোট, নকুলদানা দাওয়াই – এসবের বাইরে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে ভাবাই যায় না৷ লোকসভা নির্বাচনের উত্তপ্ত আবহে বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অনুব্রত মণ্ডল৷ একান্ত সাক্ষাৎকারে তাঁর দাবি, ‘‘১২০টি আসন পেরোবে না বিজেপির৷ পেরোলে আমি রাজনীতি ছেড়ে দেব৷ উত্তরপ্রদেশে ১০টি আসন পাবে কিনা সন্দেহ আছে৷ বীরভূম, বর্ধমান, নদিয়ায় কিছুই করতে পারবে না৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রয়েছে সকলের৷ বিজেপি পশ্চিমবঙ্গে একটা আসনও পাবে না, চ্যালেঞ্জ করছি৷ কয়েকজন টাকার লোভে বলছে, চারপাশে বিজেপি হাওয়া বইছে৷ তবে আমি কিছুতেই তা বলছি না৷’’
বোলপুরের নিচুপট্টিতে বাড়ি অনুব্রত মণ্ডলের৷ আজ তাঁর মায়ের শ্রাদ্ধানুষ্ঠান৷ তাই সাদা রঙের কাপড়ে ঘেরা বাড়িটি৷ বৃহস্পতিবার সকাল থেকে ধূপধুনোর গন্ধে ভরপুর চতুর্দিক৷ দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার কাছে পারিবারিক জীবন যদিও কখনই বেশি প্রাধান্য পায়নি৷ তাই তো এদিন মায়ের পারলৌকিক ক্রিয়া সেরে সিউড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে চলে যান অনুব্রত৷ মা জীবিত থাকাকালীন তাঁর পা ছুঁয়ে প্রণাম করে বেরনোই ছিল তাঁর অভ্যাস৷ মা মারা গিয়েছেন, তাই এখন ভরসা ছবি৷ বেরনোর সময় ছবিতে প্রণাম করেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি৷
আপাতত সংসারে স্ত্রী আর মেয়ে ছাড়া কেউই নেই তাঁর৷ স্ত্রী ক্যানসারে ভুগছেন৷ টাটা ক্যানসার হাসপাতালেই চিকিৎসাধীন তিনি৷ জেলায় যতই দলের দায়িত্ব সামলান না কেন, বাড়ির কোনও দায়িত্বই সামলান অনুব্রত৷ লোকসভা নির্বাচনের ব্যস্ত সময়ে সংসারের হাল ধরেছেন একমাত্র মেয়ে৷ সংসার, অন্য চাকরি নাকি রাজনীতিতে বেশি আগ্রহ রয়েছে দুঁদে রাজনীতিকের মেয়ের? একান্ত সাক্ষাৎকারে সে প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি৷ অনুব্রত জানান, এখনই সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ নিজে ভোটে না লড়লেও, মেয়ে চাইলে বাবা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোটে লড়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ করবেন বলে জানিয়েছেন দাপুটে তৃণমূল নেতা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.