Advertisement
Advertisement
অনুব্রত

‘কাছে পেলে ওর চুল কামিয়ে দেব’, রাহুল সিনহাকে বেনজির আক্রমণ অনুব্রতর

বীরভূমের তৃণমূল সভাপতির মন্তব্যে তুঙ্গে বিতর্ক।

TMC leader Anubrata Mandal attacks BJP'S Rahul Sinha
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 22, 2020 10:26 pm
  • Updated:August 7, 2021 12:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বেলাগাম বীরভূমের তৃণমূল সভাপতি। এবার বিজেপি নেতা রাহুল সিনহাকে (Rahul Sinha) বেনজির আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল (Anubarata Mandal)। বললেন, “যদি তোমাকে কোনওদিন কাছে পাই, তোমার একদিকের চুল কামিয়ে দেব৷” তৃণমূল নেতার এহেন মন্তব্যে শুরু বিতর্ক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ২১ জুলাইয়ের বক্তব্য নিয়ে আলোচনা করার সময় মুখ্যমন্ত্রী প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল বিজেপি নেতা রাহুল সিনহার বিরুদ্ধে। যার জেরে বুধবার বিজেপি নেতার বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূলের মহিলা মোর্চা। তাঁদের কথায়, “মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বিজেপি নেতা যে ভাষা প্রয়োগ করেছেন রাজ্যবাসীর কাছে তা অপমানজনক, একজন মহিলার কাছে তা খুবই অসম্মানজনক। তাই আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।” রাহুল সিনহার শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা। এরই মাঝে মুখ খুললেন অনুব্রত মণ্ডল।

Advertisement

[আরও পড়ুন: লালগড় থানা থেকে অস্ত্র চুরি করে মাওবাদীদের পাচার, বিহার থেকে গ্রেপ্তার লিংকম্যান]

বুধবার রামপুরহাট ২ নম্বর ব্লকের হাসন বিধানসভার কর্মী সম্মেলনের মঞ্চ থেকে রাহুল সিনহা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেনজিরভাবে বিজেপি নেতাকে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে করা মন্তব্যের উপযুক্ত শাস্তি দিতে রাহুল সিনহার ‘চুল কামিয়ে’ দেবেন বলে তোপ দাগেন তিনি। এ বিষয়ে এখনও বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু রাজ্যে, আশা জোগাচ্ছে সুস্থতার হার বৃদ্ধি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement