Advertisement
Advertisement

Breaking News

রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আসরে নামছে তৃণমূল

গেরুয়া বাহিনীর বিরুদ্ধে একটি প্রচার পুস্তিকা প্রকাশ করা হবে৷

TMC is going all out to maintain communal harmony
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 8:57 am
  • Updated:June 23, 2022 6:22 pm  

স্টাফ রিপোর্টার: রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিনষ্ট করছে, তাদের বিরুদ্ধে ‘অলআউট’ নামছে তৃণমূল৷ দলীয় নেতৃত্বের অভিযোগ, রাজ্যে বিভেদমূলক পরিবেশ তৈরি করার চক্রান্ত করে চলেছে একটি শক্তি৷ তার বিরুদ্ধে আন্দোলন ও মানুষের মধ্যে প্রচারে নামতে হবে৷ শনিবার কালীঘাটে তৃণমূলের কোর কমিটির বর্ধিত সভা থেকে দলকে প্রচার-আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি যে কোনও মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বলেছেন৷ মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, “বিভেদমূলক রাজনীতি কোনও অবস্থায় বরদাস্ত নয়৷” এই লক্ষ্যে পুস্তিকা প্রকাশ করবে তৃণমূল৷ ৯ দিনব্যাপী জেলায় জেলায় হবে মিটিং-মিছিল-পথসভা৷

পশ্চিমবঙ্গে এখন সংগঠন বিস্তার করতে চাইছে বিজেপি৷ আর তা নিশ্চিত করতে সংঘ পরিবার বিভিন্নভাবে বিজেপিকে মদত দিচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের৷ সংঘ পরিবারের দেওয়া বিভিন্ন কর্মসূচি বিজেপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে তৃণমূলের কাছে খবর৷ এর জেরে বিক্ষিপ্ত গোলমালের ঘটনাও ঘটছে৷ সামগ্রিক রিপোর্ট রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে৷ এই অবস্থায় রাজ্যে সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে চাইছে সরকার ও তৃণমূল কংগ্রেস৷ বিভিন্ন ভাষাভাষি ও ধর্মাবলম্বী মানুষের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে, সেটাই ইউএসপি রাজ্যের৷ এদিন কালীঘাটে তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, “কোনও অবস্থায় রাজ্যের সংহতির পরিবেশ নষ্ট করা যাবে না৷ মানুষে মানুষে যে সুসম্পর্ক রয়েছে, তা বজায় রাখতে হবে৷”

Advertisement

পরে বৈঠক থেকে বেরিয়ে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “পুজো ও মহরম অত্যন্ত শান্তিপূর্ণভাবে কেটেছে৷ এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা অটুট রেখেছেন৷ কোনও কোনও অশুভ শক্তি তা বিনষ্ট করার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, আমরা তা প্রতিহত করব৷” সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ৩-১১ নভেম্বর পর্যন্ত জেলায় মিটিং-মিছিল-পথসভা করবে তৃণমূল৷ সেখানে শান্তি ও সম্প্রীতির কথা তুলে ধরা হবে৷ বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরেও লালু-মুলায়মদের নিয়ে বৃহত্তর জোট গড়ে আন্দোলনের ইঙ্গিত দেন মমতা৷ গেরুয়া বাহিনীর বিরুদ্ধে একটি প্রচার পুস্তিকা প্রকাশ করা হবে৷ তার জন্য একটি কমিটি তৈরি হয়েছে৷ এই পুস্তিকায় থাকবে সিঙ্গুরে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় পরিসরে তৃণমূল-সহ একাধিক বিষয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement