শ্রীকান্ত পাত্র, ঘাটাল: শাসকদলের বুথ সভাপতির দোকানের দরজায় বিষ্ঠা! উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার মহেশপুরে। প্রতিবাদে মঙ্গলবার সকালে মহেশপুর-চন্দ্রকোণা রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভ দেখালেন বুথ সভাপতির অনুগামীরা। শেষপর্যন্ত স্থানীয় পঞ্চায়েত প্রধানের মধ্যস্থতায় অবরোধ ওঠে। চন্দ্রকোণা থানায় অভিযোগ দায়ের করেছেন শাসকদলের মহেশপুর বুথের সভাপতি আবাসউদ্দিন মণ্ডল। ঘটনার নিন্দা করেছেন চন্দ্রকোণা ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি হীরালাল ঘোষ।
[ মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ ঘিরে ধুন্ধুমার, ধৃত ২ বিজেপি কর্মী]
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় শাসকদলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের অন্দরে মহেশপুরের বুথ সভাপতি আবাসউদ্দিন মণ্ডল অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়ের অনুগামী বলে পরিচিত। এদিকে অঞ্চল সভাপতি আবার দলে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন বলে খবর। স্থানীয় পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন রামকৃষ্ণ রায় বিরোধী তৃণমূল নেতা ইসলাইল খান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পঞ্চায়েতে বোর্ড গঠনের দিন কয়েক আগে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন শাসকদলের দুই নেতার অনুগামীরা। একে অপরের বিরুদ্ধে দলীয় কার্যালয় দখলের অভিযোগ তোলেন তাঁরা। তবে এখন চন্দ্রকোণার মহেশপুরে ইসমাইল খানের দাপটই বেশি বলে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার সকালে দেখা যায়, চন্দ্রকোণার মহেশপুর বুথের তৃণমূল সভাপতি আবাসউদ্দিন মণ্ডলের দোকানের দরজায় বিষ্ঠা লেগে আছে। তাঁর অভিযোগ, রাতের অন্ধকারে এই কাজ করেছেন পঞ্চায়েত প্রধান ইসমাইল খানের অনুগামীরা। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহেশপুর-চন্দ্রকোণা রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভ দেখাতে শুরু করেন শাসকদলের কর্মী-সমর্থকদের একাংশ। শেষে স্থানীয় পঞ্চায়েত প্রধানের মধ্যস্থতায় অবরোধ ওঠে। এদিকে এই ঘটনার নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের চন্দ্রকোণা ব্লকের কার্যকরী সভাপতি হীরালাল ঘোষ।
ছবি: সুকান্ত চক্রবর্তী
[দীপাবলির আনন্দ নয়, মেয়েকে বাঁচাতে ঠাকুরের কাছে মাথা ঠুকছেন বৃদ্ধ দম্পতি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.