ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: ফের উত্তপ্ত নানুর৷ রাতভর গুলি চলল বরা সাওতা গ্রামপঞ্চায়েতের চণ্ডীপুরে৷ গুলিবিদ্ধ একজন৷ গুরুতর আহত আরও পাঁচজন৷ আহতেরা ভরতি স্থানীয় হাসপাতালে৷
নানুরের বিক্ষুব্ধ তৃণমূল নেতা কাজল শেখ ও প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল জেলা যুব সভাপতি গদাধর হাজরার গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের। প্রায়ই গুলির শব্দে কেঁপে ওঠে নানুরের বিভিন্ন এলাকা৷ শনিবার রাতেও একই ঘটনা ঘটল চণ্ডীপুরে৷ অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়৷ আনারুল শেখ গোষ্ঠীর উপর চড়াও হয় অপর গোষ্ঠীর লোকজন। কয়েক রাউন্ড গুলিও চলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মুকুল মোল্লা নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন ৷ তাঁর বাঁ পায়ে গুলি লেগেছে৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েছিলেন মুকুল৷ তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷ এছাড়াও আরও পাঁচজন গুরুতর জখম হয়েছেন৷ কারও মাথা ফেটে গিয়েছে, তো কারও আবার হাত ভেঙে গিয়েছে৷ তাঁরাও বোলপুর মহকুমা হাসপাতালেই ভরতি৷ এই ঘটনার পর থেকেই আতঙ্কিত নানুরের চন্ডীপুর গ্রামের বাসিন্দারা৷
জানা গিয়েছে, কয়েক মাস আগে বরা সাওতা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়৷ তারপর থেকেই তৃণমূল নেতা হুসেন শেখ ও গদাধর হাজরার গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের সূত্রপাত হয়৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, একশো দিনের কাজের টাকা, এলাকার বিভিন্ন উন্নয়নের কাজের টাকা, আবাসন প্রকল্প-সহ রাস্তাঘাট নির্মাণের টাকা নিয়েই মূলত বিবাদ শাসকদলের দুই নেতার৷ কোনও গোষ্ঠী এলাকার দখল নেবে তা নিয়েও দুপক্ষের বিবাদের অন্ত নেই৷ তার জেরে প্রায়শই এলাকায় অশান্তি লেগেই থাকে৷ শনিবার রাতে তা চরম আকার নেয়৷ এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী৷ তবে এই ঘটনায় এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.