Advertisement
Advertisement

Breaking News

রাজ্য সফরে অমিত শাহ, হোর্ডিংয়ে মুখ ঢাকছে পুরুলিয়ার

প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার জেলায় পা রাখছেন কৈলাস বিজয়বর্গীয়।

TMC hoardings mark Purulia ahead of Amit Shah’s visit

প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার জেলায় পা রাখছেন কৈলাস বিজয়বর্গীয়।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2018 6:51 pm
  • Updated:June 25, 2018 6:51 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর পুরুলিয়ার জনসভাকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে গেরুয়া শিবির৷ মঙ্গলবার থেকেই পুরুলিয়া শহর বিজেপির পতাকা-ফেস্টুনে সাজিয়ে তোলা কাজ শুরু হয়েছে৷ সেই-সঙ্গে গোটা শহরকে অমিত শাহর হোর্ডিংয়ে মুড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব৷

সভা ঘিরে গত দু’সপ্তাহ ধরেই জেলায় প্রচার শুরু করে বিজেপি। ইতিমধ্যেই জনসভার স্থল শিমুলিয়ার কালীপুর মাঠও সেজে উঠছে। আগামী ২৮ জুন তিনি পুরুলিয়ায় শুধু জনসভাই করবেন না, সৈনিক স্কুলের হেলিপ্যাডে নেমে তিনি পুরুলিয়া এক নম্বর ব্লকে লাগদা গ্রামে সেখানকার বুথ কমিটির সঙ্গে বসে বৈঠক করবেন। বুথ কমিটির সঙ্গে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বৈঠক ঘিরে আবেগে ভাসছেন জেলার বিজেপি নেতা-কর্মীরা৷ তবে, অমিত শাহ এই জেলায় প্রথম পা রাখবেন তা নয়, গত ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে এই জেলার রঘুনাথপুর এটিম গ্রাউন্ডে তিনি সভা করেন৷ এই জেলার সদর শহর পুরুলিয়ায় তাঁর প্রথম সভা৷। ফলে জেলা বিজেপি এই সভায় এক লক্ষ জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে ঝাড়খণ্ডের রাঁচি, বোকারো, ধানবাদ, জামশেদপুর ও আসানসোল, বাঁকুড়া থেকেও এই সভায় ভিড় বাড়ানো হবে বলে জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে৷ এদিনের  জনসভার স্থলে জমায়েতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করছে গেরুয়া শিবির৷ ভিড়ের চাপ এড়াতে মাঠের মধ্যেই ১২টি এলইডি টিভি বসানো হচ্ছে৷ যাতে সভাপতির ভাষণ শোনার পাশাপাশি, সরাসরি ছবিও দেখতে পান সমর্থকরা, তার জন্য এই ব্যবস্থা বলে জানা গিয়েছে৷ এদিনের এই সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, পঞ্চায়েত প্রদেশ প্রমুখ মুকুল রায়, রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু-সহ রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা দলের তরফে রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় থাকবেন৷

Advertisement

[বৃহস্পতিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি, পরিস্থিতির উপর কড়া নজর রাজ্যের]

এদিনের এই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার জেলায় পা রাখছেন কৈলাস বিজয়বর্গীয়। এদিনই দলের মৃত তিন বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার, জগন্নাথ টুডুর বাড়িতে যান৷ বলরামপুরের সুপুডি গ্রামের বাসিন্দা ত্রিলোচন মাহাতো ও ডাভা গ্রামের দুলাল কুমারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর। তবে, ভোটের আগেই মারা যান বলরামপুরের আমটাঁড় গ্রামের বাসিন্দা জগন্নাথ টুডু। এই তিন কর্মীর মৃত্যুর পেছনে ‘খুনে’র তত্ত্ব খাঁড়া করেছে বিজেপি৷ তিনটি ঘটনাতেই সিবিআই তদন্ত দাবিও জানানো হয়েছে৷

বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “আমাদের জানানো হয়েছে দুপুর দু’টো থেকে বিকেল তিনটের মধ্যে তিনি মঞ্চে উঠবেন। তবে তার আগে তিনি লাগদা গ্রামে বুথ মিটিং করবেন। এই জমায়েতে সারা জেলা থেকে প্রায় এক লক্ষ মানুষের ভিড় হবে। এছাড়া পড়শি জেলা-সহ ঝাড়খণ্ড থেকেও দলের নেতা-কর্মী-সমর্থকরা এই জনসভায় আসবেন।”

[তাড়া করে গাড়ির যন্ত্রাংশ পাচার চক্রের পাঁচ দুষ্কৃতীকে ধরল পুলিশ]

বলরামপুরে বিজেপির দুই কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার প্রেক্ষিতেই তাঁর এই পুরুলিয়া সফর। দু’টি ঘটনাতেই তিনি টুইট করে তৃণমূলকে আক্রমণ করেছিলেন। ওই দুই বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার পর থেকেই বিজেপি এই জেলায় লাগাতার শাসক বিরোধী কর্মসূচি নিচ্ছে। অমিত শাহর জনসভার পরেও আগামী ২-৩ জুলাই জেলার ১৭০টি গ্রাম পঞ্চায়েত ঘেরাওয়ের ডাক দিয়েছে৷

ছবি: সুনীপা চক্রবর্তী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement