Advertisement
Advertisement

Breaking News

Maldah

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মালদহের ৪ পরিবার, পাশে দাঁড়াল ‘দিদির দূত’

ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হল শুকনো খাবার থেকে পরনের কাপড়, শাড়ি-লুঙ্গি এবং শিশুদের পোশাক।

TMC helps Maldah fire victims | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 28, 2023 7:05 pm
  • Updated:February 28, 2023 7:06 pm  

বাবুল হক, মালদহ: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল চারটি বাড়ি। নগদ টাকাকড়ি, আসবাবপত্র, রান্নাঘর কিছুই রক্ষা পায়নি। পরনের কাপড়টুকুও নেই। সর্বস্ব খুইয়ে নিঃস্ব চার পরিবারের ঠিকানা এখন খোলা আকাশের নিচে। খবর পেয়ে ‘দিদির দূত’ হয়ে ছুটে এসে সহায় সম্বলহীন ওই চার পরিবারের পাশে দাঁড়ালেন সপার্ষদ তৃণমূল জেলা সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হল শুকনো খাবার থেকে পরনের কাপড়, শাড়ি-লুঙ্গি এবং শিশুদের পোশাক।

সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মালদহের মালতিপুর বিধানসভার ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের মালাহার গ্রামে। প্রাথমিক অনুমান, বাড়ির পাশের খড়ের গাদা থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন পরপর চারটি বাড়িতে ছড়িয়ে পড়ে। দমকল পৌঁছনোর আগেই সর্বস্ব পুড়ে খাঁক হয়ে যায়। চার পরিবারের অন্তত দশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: দেশের স্বীকৃতিই নেই, তবু রাষ্ট্রসংঘের বৈঠকে হাজির ‘কৈলাসে’র প্রতিনিধি, বিঁধলেন ভারতকে]

প্রথমে আগুন লাগে মালাহার গ্রামের হাফিজুদ্দিন ও তাঁর ছেলের বাড়িতে। তারপর পড়শি আবদুর রজ্জক এবং কলিমুদ্দিনের বাড়িতে আগুন ছড়ায়। কিন্তু কিছু করার ছিল না কারও। সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গিন্নির সোনা বন্ধক রেখে ছোটখাটো ব্যবসা শুরু করেছিলেন কলিমুদ্দিন। তিল তিল করে টাকা ঘরে জমিয়ে রেখেছিলেন গৃহকর্তা। কিন্তু হঠাৎই নেমে আসে অন্ধকার। আগুনের লেলিহান শিখা সবকিছুকে ছারখার করে দিয়ে যায়। এক লহমায় বদলে যায় পারিবারিক জীবন। মঙ্গলবার যথারীতি দলের কর্মসূচি পালন করতে গ্রামে গ্রামে ঘুরছিলেন ‘দিদির দূত’রা। নেতৃত্বে ছিলেন তৃণমূলের বিধায়ক তথা জেলা সভাপতি আবদুর রহিম বক্সি। মালাহারের এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দুর্গতের পোড়া বাড়িতে পৌঁছে যান তাঁরা। সঙ্গে ছিলেন পঞ্চায়েত প্রধান থেকে সমিতির সদস্য, দলের অঞ্চল সভাপতি-সহ তৃণমূলের কর্মীরা।

তাঁরা দেখেন, ঘরের টিভি, ফ্রিজ, শোকেস, খাট, আলনা, টেবিল, পোশাক, খাদ্যদ্রব্য, সবকিছুই পুড়ে ভষ্মীভূত হয়ে গিয়েছে। একজনের নগদ ৩ লক্ষ ৭৫ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে দাবি করা হয়েছে। আগুনের শিখা এতটাই প্রবল ছিল যে টাকা উদ্ধার করার সময় পাননি পরিবারের সদস্যরা। কান্নায় ব্যাকুল হয়ে পড়েন কলিমুদ্দিন ও তাঁর স্ত্রী। এদিকে হাফিজুদ্দিন ও রজ্জাকদের বাড়িও পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাঁদেরও ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে। সবকিছু খুইয়ে এখন সরকারি সাহায্যের অপেক্ষায় ওই পরিবারগুলি। চাঁচোল অগ্নিনির্বাপক কেন্দ্রের আধিকারিক রতন কুমার সিংহ জানান, বাড়ির আশেপাশের থাকা খড়ের গাদা থেকে আগুনের উৎপত্তি হতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির নেতৃত্বে ‘দিদির দূত’রা বাড়িতে ঢুকতেই কান্নার রোল শুরু হয়ে যায়। তাঁরা বিধায়কের কাছে সরকারি সাহায্যের আরজি জানিয়েছেন।

[আরও পড়ুন: অ্যাডিনো মোকাবিলায় সব হাসপাতালকে নয়া নির্দেশিকা স্বাস্থ্যদপ্তরের, চালু হেল্পলাইন নম্বরও]

বিধায়ক রহিম বক্সির তরফে আর্থিক সাহায্য ও খাদ্যদ্রব্য-সহ পোশাক প্রদান করা হয়েছে। রহিম বক্সি বলেন, “আমি জেলাশাসকের সঙ্গে কথা বলে বাড়ি তৈরির ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে বাড়ি করে দেওয়া যাবে কি না, সেই ব্যাপারেও কথা বলব।” উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেনও। তিনিও সাহায্যের আশ্বাস দেন। চাঁচোল-২ নম্বর ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস বলেন, “ব্লক দপ্তরে আবেদন করলেই তাঁদের সরকারিভাবে সাহায্য করা হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement