Advertisement
Advertisement

Breaking News

বহরমপুরে অধীরের শেষ দুর্গের পতন

কংগ্রেস সূত্রে খবর, আবু হেনার অপসারণে জেলায় অধীরের বিরু‌দ্ধে ক্ষোভ ও বিদ্রোহ আরও বাড়ছে৷

TMC grabs seats in Baharampur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 9:11 am
  • Updated:August 9, 2019 2:19 pm  

স্টাফ রিপোর্টার: যে গর্ভগৃহ থেকে রাজনীতির অলিন্দে পা রেখে সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রদেশ কংগ্রেসের কর্ণধার হয়েছিলেন সেই ‘ভিটেমাটি’ বহরমপুরই এবার হাতছাড়া অধীর চৌধুরির৷ মুর্শিদাবাদ জেলা পরিষদের পর এবার বহরমপুর পুরসভার সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস কাউন্সিলর যোগ দিচ্ছেন তৃণমূলে৷ রবিবার বিকেলে কলকাতার তৃণমূল ভবনে দু’বারের পুরপ্রধান নীলরতন আঢ্য-সহ ১৭ জন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিতে চলেছেন৷ আরও এক কংগ্রেস কাউন্সিলর বহরমপুরে শুভেন্দু অধিকারীর জনসভায় তৃণমূলে যোগ দেবেন৷

স্বভাবতই, মুর্শিদাবাদ জেলা পরিষদের পর অধীরের ‘প্রথম ও শেষ ঠিকানা’ বহরমপুর পুরসভাও তৃণমূলের দখলে চলে এল৷ একটানা ৩০ বছর দখলে থাকা পুরসভা হাতছাড়া হচ্ছে কংগ্রেসের৷ পরিস্থিতি সামাল দিতে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আবু হেনাকে শনিবারই দলীয় পদ থেকে সরিয়ে দিয়ে সেই পদে নওদার বিধায়ক আবু তাহের খানকে বসিয়েছেন অধীর৷

Advertisement

কংগ্রেস সূত্রে খবর, আবু হেনার অপসারণে জেলায় অধীরের বিরু‌দ্ধে ক্ষোভ ও বিদ্রোহ আরও বাড়ছে৷ জেলা তৃণমূল সভাপতি মান্নান হোসেন বলেন, “খুনের রাজনীতি করা অধীরের সঙ্গে জেলার আর একজন রাজনৈতিক সচেতন মানুষও থাকবেন না৷ কারণ, গোটা রাজ্যের সঙ্গে এই জেলাও মুখ্যমন্ত্রীর কর্মযজ্ঞে শামিল হতে চাইছে৷” উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মুর্শিদাবাদ যে আর কংগ্রেসের দুর্গ নেই, তা ২০১৬ সালের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার দু’মাসের মধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে৷ একের পর এক পুরসভা হাতছাড়া৷ জেলা পরিষদ দখলে রাখতেও ব্যর্থ প্রদেশ সভাপতি৷ বছর শেষ হওয়ার আগে আর ক’জন জনপ্রতিনিধি কংগ্রেসে থাকবেন, সেই প্রশ্নটাই প্রাক-দুর্গাপুজোর মুহূর্তে কংগ্রেসের নেতাদের কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছে৷ বহরমপুর পুরসভায় আসন সংখ্যা ২৮৷ কংগ্রেস জিতেছিল ২৬টি ওয়ার্ডে৷ দু’টি ওয়ার্ডে জয় পায় তৃণমূল৷ পরে একজন তৃণমূল কাউন্সিলর মারা যান৷ ফলে এখন বহরমপুর পুরসভায় কাউন্সিলর ২৭ জন৷ পুরপ্রধান-সহ কংগ্রেস কাউন্সিলররা দিন কয়েক আগে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমিক হোসেনের সঙ্গে কলকাতায় এসেছেন৷ কংগ্রেস কাউন্সিলররা বলছেন, “অধীর চৌধুরি বহরমপুরের চারবারের নির্বাচিত সাংসদ হয়েও এলাকার জন্য কিছুই করছেন না৷ মানুষ কৈফিয়ত চাইছেন৷ তাই কংগ্রেস ছেড়ে উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিচ্ছি৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement