Advertisement
Advertisement

মুর্শিদাবাদে এবার হোয়াইট ওয়াশের পথে কংগ্রেস

একদা কংগ্রেসের শক্ত গড়ে এখন অস্তিত্বের সংকটেই কংগ্রেস৷

TMC Grabs Kandi Municipality in Murshidabad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 1, 2016 4:02 pm
  • Updated:October 1, 2016 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুর্শিদাবাদে প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস৷ অধীর চৌধুরির গড়ে এখন ঘাসফুলের দাপট৷ এদিন আনুষ্ঠানিকভাবে কান্দি পুরসভা দখল করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, এবার মুর্শিদাবাদে কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হবে৷

কান্দি পুরসভাও হাতছাড়া করল কংগ্রেস৷ পুরসভার মোট ১৮ টি আসনের হিসেব ছিল এরকম-

Advertisement

মোট আসন: ১৮ , কংগ্রেস: ১৩, তৃণমূল: ৩ ,বাম সমর্থিত নির্দল: ২

এর মধ্যেই ৬ কাউন্সিলর যোগ দেন তৃণমূলে৷ ফলে, তৃণমূলের আসন বেড়ে দাঁড়ায় ৯৷ কংগ্রেস কমে হয় ৭টি৷ এদিন আরও ৬ কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার ফলে পড়ে থাকলেন শুধু চেয়ারম্যান একা৷ জেলায় সাতটি পুরসভার সবগুলিই দখল করল তৃণমূল৷ আর এরপরই অধীর চৌধুরীকে একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ জানান, “এবার তো কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হবে৷ আসলে যে জোট হয়েছিল তা তো জোর করে হয়েছিল৷ যাতে সাতটি পুরসভায় অধীরবাবুর দাপট বজায় থাকে৷ কর্মীরা কেউ চাননি৷ একা লড়লে অধীরবাবুকে খুঁজে পাওয়া যেত না৷ এখন কংগ্রেসে ওই ২,৩ জনই পড়ে থাকবে৷ সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল উন্নয়নের যজ্ঞে সামিল হতে চান৷ মানস ভুঁইয়া থেকে শুরু করে যে কাউন্সিলররা যোগ দিচ্ছেন, তাঁরা তৃণমূলকেই প্রকৃত কংগ্রেস হিসেবে ব্যাখ্যা করেছেন৷”, বললেন অভিষেক৷

দলবদলের পর মুর্শিদাবাদে কোনওমতে টিকে রইল কংগ্রেসের সলতে৷ একদা শক্ত গড়ে এখন অস্তিত্বের সংকটেই কংগ্রেস৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement