Advertisement
Advertisement

অরিন্দমের নেতৃত্বে শান্তিপুরে শান্তিতেই পঞ্চায়েতের বোর্ড গঠন

এলাকায় বিজয় উল্লাস।

TMC forms village boards in Nadia
Published by: Kumaresh Halder
  • Posted:August 29, 2018 1:16 pm
  • Updated:August 29, 2018 1:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে যখন নদীয়া জেলাজুড়ে বিরোধীরা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই একের পর এক পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতায় বোর্ড গঠন করে চলেছে তৃণমূল৷ শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে নদিয়ায় ছুট চলেছে তৃণমূলের বিজয় রথ৷ বুধবার শান্তিপুর বিধানসভার বেলগড়িয়া-২ অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হল৷ বাগআঁচড়া-বাবলা-হরিপুর গ্রাম পঞ্চায়েতের মতোই বেলগড়িয়া ২ নম্বর পঞ্চায়েতেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল৷

[রণক্ষেত্র আমডাঙা: রাজনৈতিক সন্ত্রাসের বলি তিন, স্কুল বন্ধের নির্দেশ প্রশাসনের]

পঞ্চায়েত ভোট প্রক্রিয়ার চলাকালীন বিজেপি ও সিপিএমের নিচু তলার কর্মীরা  জোট করে জেলায় অশান্তি পাকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ তৃণমূলের৷ কিন্তু, বিরোধীদের ‘চক্রান্ত’কে উপেক্ষা করেই বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে পর এক পঞ্চায়েতের রাশ ধরে রাখতে সফল তৃণমূল৷ এলাকায় শান্তি-শৃঙ্খলা অটুট রেখে চলছে নতুন বোর্ড গঠনের কাজ৷ এদিন ১৫ সদস্যের বেলগড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান হিসাবে দীপক মণ্ডল ও উপপ্রধান পদে  বিপ্লব প্রামাণিক নির্বাচিত হন৷ তাঁদেরকে পূর্ণ সমর্থন জানান বাকি নয় পঞ্চায়েত সদস্য৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা৷ এদিন শান্তিপূর্ণভাবে বোর্ড গঠনের কাজ মিটতেই বিজয় উল্লাসে মাতেন তৃণমূল কর্মী-সমর্থকরা৷ যাঁদের সমর্থনে এই জয়, সেই সাধারণ ভোটারদের শুভেচ্ছা জানান প্রধান ও উপপ্রধান-সহ পঞ্চায়েত সদস্যরা৷ প্রত্যেক নির্বাচিত সদস্যদের বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়ও করা হয়৷ বিলি করা হয় মিষ্টি৷ সবুজ আবিরে রাঙিয়ে তোলা হয় গোটা এলাকায়৷

Advertisement

[প্রেমের টানে ইউক্রেন থেকে আরামবাগ ছুটে এসেও স্বপ্নভঙ্গ বিদেশিনীর]

শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে নদিয়ায় শান্তিপূর্ণভাবে বোর্ড গঠনের কাজ শুরু হলেও রাজ্যের বিভিন্ন জেলায় আজও অব্যাহত হিংসা৷ চলছে মৃত্যুমিছিল৷ মঙ্গলবার রাতে বোর্ড গঠনকে কেন্দ্র করে আমডাঙায় দুই তৃণমূল কর্মী-সহ এক সিপিএম সমর্থকের মৃত্যুর হয়েছে৷ অশান্তির জেরে স্থগিত রাখা হয়েছে বেশ কয়েকটি পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া৷ এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, বোর্ড গঠনের নামে অশান্তি তিনি কোনও ভাবেই বরদাস্ত করবেন না৷ এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন তিনি৷

[পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত বনগাঁ, কোপানো হল তৃণমূল কর্মীকে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement