Advertisement
Advertisement

ভোটের আবহে ফের উত্তপ্ত শাসন, দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৫

শাসকদলের দুটির গোষ্ঠীর সংঘর্ষ, চলল বোমা ও গুলি।

TMC faction feud in N 24 Parganas
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 12, 2019 1:27 pm
  • Updated:March 12, 2019 1:32 pm  

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, চলল বোমা ও গুলি। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার শাসন। সংঘর্ষে আহত ৫। ঘটনাস্থল থেকে চারটি তাজা বোমা ও গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।

[চোপড়ায় রাজনৈতিক সংঘর্ষের বলি কংগ্রেস সমর্থক, উত্তপ্ত গ্রামে ভাঙচুর-আগুন]

Advertisement

জানা গিয়েছে, সোমবার রাতে শাসনের দাদপুর পঞ্চায়েতের পাথরা গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে শাসকদলের দুটি গোষ্ঠী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালীন এলাকায় মুড়ি-মুড়কির মতো বোমা পড়তে থাকে। চলে গুলিও। শাসকদলের পার্টি অফিস ও লাগোয়া একটি দোকানে ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হন ৫ জন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের ভরতি করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে। গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকায় একটি জমি নিয়ে শাসকদলেরই দুটি গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদকে কেন্দ্র করেই সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে চারটি তাজা বোমা ও পাঁচ রাউন্ড গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। বিবাদমান দুটি গোষ্ঠীর সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে শাসন থানায়। তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এদিকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই যেভাবে তেতে ওঠেছে এলাকা, তাতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

রবিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ রাজ্যে ভোট হবে সাত দফায়। আর ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তি খবর আসছে। সোমবার উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সংঘর্ষে গুলিবিদ্ধ হন এক কংগ্রেস কর্মী। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা যান তিনি। বর্ধমানের পূর্বস্থলীতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হন স্থানীয় এক যুবক।

[ প্রার্থীতালিকায় নাম থাকবে তো? ভোটের আগে জ্যোতিষীই ভরসা নেতাদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement