Advertisement
Advertisement
Mamata Banerjee

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অনুব্রতকে অভিনব উপহার, দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের রুপোর মূর্তি

মূর্তিটির ওজন প্রায় সাড়ে ৬ কেজি।

TMC district president of Birbhum Anubrata Mandal gifted silver statue of Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 1, 2022 8:04 pm
  • Updated:January 1, 2022 9:31 pm  

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মীদের তরফে অভিনব এক উপহার পেলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তাঁর হাতে তুলে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের রুপোর মূর্তি, যার ওজন প্রায় সাড়ে ৬ কেজি। এই উপহার পেয়ে আপ্লুত তিনি। শনিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানুরের বাসাপাড়ায় শুরু হয়েছে মিলন মেলা। এদিন সেই মেলার উদ্বোধন করতে গিয়েই দলনেত্রীর রুপোর মূর্তি (Silver statue) উপহার পেলেন অনুব্রত।

Advertisement

নানুর (Nanoor) বিধানসভা এলাকার বাসাপাড়ায় প্রতি বছর শুরুর দিন বসে মিলন মেলা। তার আয়োজক স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবারও ব্যতিক্রম হয়নি। শনিবার সেই মেলার উদ্বোধন করলেন বীরভূম (Birbhum) জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে প্রতি বছর এই দিনে দলীয় কর্মীরা কিছু না কিছু উপহার দেন। কখনও তলোয়ার, কখনও রুপোর মুকুট। এ বছর অনুব্রতকে দেওয়া হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাড়ে ৬ কেজি ওজনের রুপোর মূর্তি। উপহারটি তাঁর হাতে তুলে দেন বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ করিম খান।

[আরও পড়ুন: COVID-19: সংক্রমণ ঠেকাতে ফের কড়া বিধিনিষেধের পথে হাঁটতে পারে রাজ্য! দাবি সূত্রের]

প্রতি বছর নানুরে পয়লা জানুয়ারিতে মিলন মেলার আয়োজন হয়। সেখানেই উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানানো হয় অনুব্রত মণ্ডলকে। এবছর দলনেত্রীর রুপোর মূর্তি উপহার পেয়ে আপ্লুত অনুব্রত এলাকার উন্নয়নে তৃণমূল সুপ্রিমোর ভূমিকার কথা উল্লেখ করেন। তাঁর মতে, বাম আমলে নানুরের বাসাপাড়া বোমা-গুলির ভয়ে কাঁটা হয়ে থাকত। কিন্তু এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর মিলন মেলায় সাধারণ মানুষজনের স্বতস্ফূর্ত যোগদানই তার প্রমাণ। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের প্রত্যেক এলাকার উন্নতি ঘটেছে। নতুন দিনের মুখ দেখেছেন রাজ্যবাসী। তবে এই সব কিছু ছাপিয়ে এদিন বাসাপাড়ার মেলার মূল আকর্ষণ হয়ে উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)রুপোর মূর্তি।

[আরও পড়ুন: রাজ্যে করোনার নয়া চিকিৎসাবিধি, ব্যবহার হবে ককটেল থেরাপি এবং ওরাল ট্যাবলেট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement